ফাস্ট বোলারদের নিয়ে সুজনের বিশেষ ক্লাস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়ে গেছে। টাইগারদের প্রধান কোচ ঠিক না হওয়াতে, ট্যাকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অধীনেই নিবীড় অনুশীলন করছে টাইগাররা।

গতকাল (বুধবার) বিপ টেস্ট শেষে আজ (বৃহস্পতিবার) ব্যাট-বল হাতে একাডেমির মাঠে নামেন বাংলাদেশ দল। তবে খালেদ মাহমুদ সুজনকে দেখা যায় পাঁচ ফাস্ট বোলারকে নিয়ে বিশেষ অনুশীলন করতে।

পাঁচ পেসার তাসকিন, রুবেল, শুভাশিস, মোস্তাফিজ ও শফিউলের হাতে বিশেষ এক ধরনের হালকা বল তুলে দেন। আর অপর সাইডে একটা স্ট্যাম্প রাখা হয়। এরপর বোলাররা বল করতে শুরু করেন। প্রথমে বল স্ট্যাম্পে না গেলেও, ধীরে ধীরে বল স্ট্যাম্পে যেতে থাকে। আর সুজনের মুখেও ফুটে ওঠে স্বস্তির হাসি।

এরপর ফাস্ট বোলারদের আরও নানান কৌশলে তিনি অনুশীলন করান। শুধু অনুশীলনই নয়, ভুলগুলোও তিনি নিজে শুধরে দিচ্ছিলেন। ভালো করলে প্রশংসাও করছিলেন।

এমএএন/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।