জাতীয় দলে খেলাই সাদমানের স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাদমান ইসলাম অনিক। এবার ডাক পেয়েছেন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরজের প্রাথমিক দলে। তবে ঢাকার শান্তিনগরের ছেলে সাদমানের স্বপ্ন জাতীয় দলেই খেলা। আজ (বুধবার) বিপ টেস্ট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার এই স্বপ্নের কথা বলেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাদমান। তবে জাতীয় ক্রিকেট লিগের শেষ পর্বে রাজশাহীর বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে খেলতে নেমে ৭৫ রানের একটা অসাধারণ ইনিংস খেলেন এই টপঅর্ডার ব্যাটসম্যান।

আর আজ (বুধবার) জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে তিনি বলেন, ‘স্বপ্ন তো থাকে জাতীয় দলের ১৫ সদস্যের মধ্যে থাকার। এ জন্য যতটুকু করা দরকার আমি করবো। টিমকে যতটা হেল্প করা দরকার আমি আমার সাধ্যমত করবো। সবাই যেমন চায়, আমি অতটুক দিবো। বাকিটা দেখা যাক কি হয়।’

ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করা হয় নানাভাবে, যেটাকে সাধারণত বলা হয় বিপ টেস্ট। আজ (বুধবার) ছিল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের বিপ টেস্ট। যেহেতু সাদমান প্রথমাবার ডাক পেয়েছেন, তাই ছিল উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রথম দিন অবশ্যই ভালো ছিল। আর নিজের কাছে ভাল লাগছে। জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছি শোনার পর থেকে বাসায়ও সবাই খুশি। নিজের তো ভাল লাগা ছিলই। আজকে অনুশীলনে আসলাম। সবার সঙ্গে সব শেয়ার করলাম। দেখলাম সবাই খুব ফ্রি। সবাই খুব সাহায্য করছিল।’

বিপ টেস্টে দলের সবার অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বিপ টেস্টে সবাই ভালো ফিট আছে। কারোর অবস্থাই খারাপ না, দেখলাম সবাই ভালো অবস্থায় আছে। আমার প্রথমবার তো, ভালোই লেগেছে।’

নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘লক্ষ্য তো সবারই আছে। আমি যেভাবে নিজেকে প্রস্তুত করেছি। যতটুকু দরকার আমি সেভাবে নিজেকে প্রস্তুত করে রাখবো, বাকিটা নির্বাচক আর আল্লহর উপর নির্ভর করে।’

সাদমান আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে ১০৮ রানের ও ৬৮ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংস দুটিই মূলত তাকে প্রাথমিক দলে ডাক পেতে সাহায্য করেছেন। নিজেকে প্রস্তুত করা সম্পর্কে বলতে গিয়ে সাদমান বলেন, ‘ওরকম কোন প্রস্তুতি বা কাজ করছিলাম না। যেভাবে আমি অনূর্ধ্ব-১৯, এইচপি বা এ টিমে খেলছিলাম, সেভাবেই খেলছিলাম। ঐভাবেই কাজ করছিলাম। আলাদা কিছুই করিনি।’

এমএএন/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।