মাশরাফি অনুশীলনে যোগ দেবেন ২ জানুয়ারি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭

মেয়ের চোখের চিকিৎসার জন্য আজ রাতেই থাইল্যান্ড যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সোমবার দিবাগত রাত দুইটায় ফ্লাইট। মূলতঃ চিকিৎসার জন্যই তার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়া। সুতরাং, সেখানে আজ গিয়ে তো কাল ফেরার প্রশ্নই আসে না।

এদিকে ৩৬ ঘণ্টা পরই সামনে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজের প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা। খুব স্বাভাবিকভাবেই মাশরাফির পক্ষে অনুশীলন ক্যাম্পের প্রথম থেকে অনুশীলনে যোগদান করাও সম্ভব না।

আজ দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক জানান, ‘যেহেতু আজ রাতেই যাচ্ছি, সে কারণে অনুশীলন ক্যাম্পের শুরু থেকে যোগ দেয়া সম্ভব নয়। আশা করছি আগামী ২ জানুয়ারি আমি প্র্যাকটিসে যোগ দিব।’

দিনক্ষণের হিসেবে শুরু থেকে পাঁচ-ছয়দিন পর প্র্যাকটিসে দেখা মিলবে ওয়ানডে অধিনায়কের।

এআরবি/আইএইচএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।