ক্যারিবীয় পেসার বিটনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭

ক্যারিয়ারটা মাত্রই শুরু করলেন, এরই মধ্যে দুঃসংবাদ শুনতে হলো রন্সফোর্ড বিটনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া ওয়েস্ট ইন্ডিজের এই পেসারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তুলেছেন আম্পায়াররা।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর বিটনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন আম্পায়াররা। ওই ম্যাচে ৬০ রান দিয়ে একটি উইকেট নেন এই পেসার।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে অ্যাকশন পরীক্ষায় যেতে হবে বিটনকে। তবে ফল আসার আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।

তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি মাঠে গড়াবে আগামী মঙ্গলবার ক্রাইস্টচার্চে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।