টেস্ট প্রত্যাবর্তন রাঙাতে চান ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭

টেস্ট আঙিনা থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। প্রায় দুই বছর পর দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা পোশাকে খেলার অপেক্ষায় এবি ডি ভিলিয়ার্স। জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের বক্সিং ডে টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতিটাও তাই জোরেসোরেই নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। প্রত্যাবর্তনটা রাঙাতে যে মুখিয়ে রয়েছেন তিনি।

দীর্ঘদিন টেস্ট খেলেননি। এবার নামছেন এমন এক টেস্টে যেটি দক্ষিণ আফ্রিকার মাটিতে ফ্লাডলাইটের আলোয় প্রথম। তবে এসব নিয়ে ভাবনা নেই ডি ভিলিয়ার্সের। যে কোনো কিছুর সাথে মানিয়ে নেয়ার সামর্থ্যে নাকি গর্ববোধ করেন তিনি।

ডি ভিলিয়ার্স বলেন, 'আমি নিজেকে নিয়ে আসলে গর্ববোধ করি। কেননা আমি যে কোনো কন্ডিশন এবং ফরমেটে মানিয়ে নিতে পারি। গত ছয় মাসে আমি খেলাটা নিয়ে কঠোর পরিশ্রম করেছি। ইউনিভার্সিটি অব প্রিটোরিয়াতে আমি গত জুলাইয়ে লাল বলে খেলা শুরু করি। তাই নিজেকে প্রস্তুতই মনে করছি।'

এমনকি ডি ভিলিয়ার্সের কাছে ফরমেটের পার্থক্যও কোনো ব্যাপার নয়। তিনি বলেন, 'এটা মানসিকতার ব্যাপার। লাল বলে আপনাকে একটু বেশি ধৈর্য্য রাখতে হয়, এই তো। এখানেও কিন্তু আপনাকে স্ট্রোক খেলতে হয়। এমন নয় যে, আপনি রাগবি খেলছেন। এটা ক্রিকেটই।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।