বিজয়ের পর নাসিরের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

বিপিএলের শুরুটা দুর্দান্ত করেছিলেন নাসির। ব্যাট-বলে সিলেটকে টানা কয়েকটি ম্যাচে জয়ও এনে দেন। পরে নিজের ছন্দ হারিয়ে ফেলেন নাসির। সঙ্গে তার দলও। তবে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলায় আবারও জ্বলে উঠলো নাসিরের ব্যাট। খুলনার ক্রিকেটার এনামুল হক বিজয়ের পর ডাবল সেঞ্চুরি করলেন রংপুরের নাসির হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নাসিরের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১০১ রানে অপরাজিত ছিলেন নাসির। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পেয়েছেন ডাবল সেঞ্চুরি। ৩৫১ বলে আসে নাসিরের এই দুই শতক। তৃতীয় দিনের টি ব্রেক পর্যন্ত ৩৭৬ বলে ২৪ চার আর ২ ছক্কায় ২১৮ রানে অপরাজিত আছেন নাসির।

এদিকে নাসিরের ডাবলের সঙ্গে শতক হাঁকিয়েছেন আরিফুল হক। ২৩০ বলে ১০ চার আর ১ ছক্কায় ১৩৫ রানে অপরাজিত আছেন আরিফুল।

নাসিরের আগে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে ২০২ রান করে আউট হয়েছেন এনামুল হক বিজয়। দ্বিতীয় দিন শেষে ১৬৭ রানে অপরাজিত ছিলেন বিজয়। তৃতীয় দিন দেখা পান ডাবল সেঞ্চুরির। ২৪৮ বলে ২৩ চার ৪ ছক্কায় এই মাইলফলক পেরিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে দ্বিশতকের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ডানহাতি এই তারকা। ২৫১ বলে ২০২ রান করে শুভাগত হোমের বলে আউট হয়েছেন তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।