বাংলাদেশের স্পিনারদেরই এগিয়ে রাখলেন কুবরা

মুনওয়ার আলম নির্ঝর
মুনওয়ার আলম নির্ঝর মুনওয়ার আলম নির্ঝর , স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ০৯:১০ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

সদ্য ভারতীয় 'এ' দলের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী দল। যদি বাংলাদেশ নারী দল খেলেছে 'এ' দলের মোড়কে। দলের সবাই ছুটিতে থাকলেও ঢাকাতেই ব্যস্ত সময় পার করছেন ওয়ানডে অধিনায়ক রুমানা ইসলাম ও বাঁহাতি স্পিনার খাদিজাতুল কুবরা। সদ্য সমাপ্ত সিরিজ ও বিগব্যাশে খেলা নিয়ে কুবরার একান্তে কথা হয় জাগো নিউজের সাথে।

ভারতে অনুষ্ঠিত সিরিজ নিয়ে এই স্পিনার বলেন, 'ভারতীয় স্পিনারদের চেয়ে বাংলাদেশের মেয়েরা স্পিনে অনেক এগিয়ে আছে। আসলে স্পিনের দিক থেকে বাংলাদেশের মেয়েরাই এগিয়ে। আর ওদের স্কিল বা স্পিনের থেকে আমরাই ভাল। আর উইকেটের কথা বললে, খুবই ফ্লাট উইকেট ছিল। আমাদের বোলারদের জন্য অনেক কঠিন ছিল, সেখান থেকে আমরা কাম ব্যাক করেছি। সেটা অনেক বড় ব্যাপার।'

তবে নিজের বিগব্যাশে খেলার আগে এখান থেকে ভাল প্রস্তুতি হয়নি বলেই মনে করেন তিনি। কুবরা বলেন, 'আসলে আমার প্রস্তুতি আল্লাহর রহমতে ভালোই ছিল। তবে বলবো না যে খুব ভাল হয়েছে। তবে প্রস্তুতি ভাল ছিল।'

ভারত সফরের অভিজ্ঞতা এই বিগব্যাশে কাজে লাগাতে চাইছেন রুমানা ও কুবরা। তাই এই সিরিজটিকে খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন তারা। এ প্রসঙ্গে কুবরা বলেন, 'বিগ ব্যাশ অনেক বড় একটা লিগ। আর ওখানে খেলার জন্য অনেক আগে থেকে প্ল্যানিং চলছে। ভারত সফর থেকেই আমরা (কুবরা ও রুমানা) ভাবছিলাম যে, আমরা কিভাবে কি খেলবো। ট্যুরটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। টিমের জন্যও ছিল। আমরা চাইছিলাম এক্সট্রা কিছু করতে। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল উইকেটের আচরণ। এটা আমরা ভাল ভাবে নিতে পেরেছি। তাতে মনে হচ্ছে আমরা অন্য কোথাও গিয়েও পারব।'

বিগ ব্যাশে ভাল কিছু করার ইচ্ছে আছে এই বাংলাদেশি প্রমীলা ক্রিকেটারের। কন্ঠে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তিনি বলেন, 'অবশ্যই ভাল কিছু করার, অনেক কিছু শেখার আছে। ওখানে তো অনেক টপ ক্লাস খেলোয়াড় থাকবে, কোচ থাকবে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।'

এমএএন/এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।