দলে বড় পরিবর্তনের সুযোগ দেখছেন না পাপন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে খুব শীঘ্রই দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দলে বড় কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দলে কিছু খেলোয়াড় একদম নির্ধারিত বলেই মনে করেন তিনি। সেই ক্রিকেটারদের নামসহ তিনি বলেন, ‘দলে বড় কোনো পরিবর্তন করার সুযোগ নাই। কিছু খেলোয়াড় তো ফিক্সড। আপনি দেখেন, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ-এদেরকে বাদ দেয়া যাবে না। বাদ দেয়ার কারণও আমি খুঁজে পাই না।'

বোলারদের ক্ষেত্রেও তিনি একই যুক্তি দেন আর বলেন, 'আপনি বোলিংয়েও খুব বেশি পরিবর্তন আনতে পারবেন না। যদি ওয়ানডে হয়, মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই উঠে না। একটা দুইটা পেসার নিলে, মোস্তাফিজ তো খেলবেই। তার সঙ্গে কে খেলবে তাসকিন, রুবেল বা অন্য কেউ; এখানে কিন্তু সুযোগ কম। নতুন কারো জন্য জায়গা পাওয়া কঠিন। স্পিনারদের মধ্যে মিরাজ, তাইজুল আছে। হয়তো আর একটা নাম ঢুকবে।'

সাইফুদ্দীনের সুযোগ পাওয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, 'তবে আমরা মনে করি নতুন একটা দুইটা ছেলে সুযোগ পেতে পারে। যেমন সাইফুদ্দীন কিন্তু ঢুকেছে। আরো কয়েকটা ছেলে আছে। এখান থেকে এদেরকে কোথায় কোথায় ফিট করা যায়, তা চিন্তা করছি।'

সদ্য সমাপ্ত বিপিএলে পারফর্ম করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শান্তর নামটা আলাদা করে বলেন পাপন। তিনি বলেন, 'এখনই দুই একজনকে সুযোগ দেয়া উচিত। তারা কারা, তা আমি জানি না। এটা কোচ ও নির্বাচকরা দেখবেন। তবে আমি ব্যক্তিগতভাবে অনেকের পারফর্ম দেখেছি। যেমন শান্ত নামে একটা ছেলে (নাজমুল হোসেন শান্ত) আছে। তার একটা সম্ভবানা আছে।'

পাশাপাশি তিনি এও বলেন, 'তবে আমি মনে করি টি-টোয়েন্টির জন্য না, তাকে শুরু করা যেতে পারে টেস্ট দিয়ে। এটা আমি বলছি আর কি! কার জায়গায় আসবে, সেটাও দেখার বিষয়। হয়তো মুমিনুলের জায়গায় খেলার সামর্থ্য তার আছে। কিন্তু মুমিনুলও ভালো পারফরমার। পরিবর্তন আনা আসলে কঠিন।'

শান্ত ছাড়াও আফিফ এবং রাহীর পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি। বিসিবি বস বলেন, 'হয়তো একটা দুইটা ম্যাচে সুযোগ দেয়া যেতে পারে। এর মানে এটা নয় যে, কাউকে বাদ দেয়া হবে। আফিফ ভালো খেলেছে। বোলিংয়ে কয়েকজনকে দেখেছি। রাহী দারুণ বোলিং করেছে। এদেরকে আমাদের সুযোগ দিতে হবে। যাতে সুযোগটা তারা পায়।’

এমএএন/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।