ব্যর্থ ‘বড় ভাই’দেরও আগলে রাখছেন রুট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭

অ্যাশেজের মতো মহামর্যাদার সিরিজ, তাতে দুই ম্যাচ হাতে রেখেই জয় অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের জন্য বিষয়টা তো দুশ্চিন্তারই। তবে দলটির অধিনায়ক জো রুট উদ্বেগের কিছু দেখছেন না। অজিদের মাটিতে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও দলের সিনিয়রদের প্রতি আস্থা এতটুকু কমেনি তার।

রুট মনে করছেন, এবারের অ্যাশেজে খারাপ খেলছে না ইংল্যান্ড। তবে ফলাফলে তাদের খেলার প্রভাবটা দেখা যাচ্ছে না। ব্রিসবেনে ১০ উইকেটে হারে শুরু, অ্যাডিলেডে ১২০ রানে হারের পর পার্থে এসে তো ইনিংস এবং ৪১ রানে পরাজয় দেখলো সফরকারিরা।

তবু রুট মনে করছেন, তার দল ভালো খেলেছে। তিনি বলেন, ‘হতাশার বিষয় কি জানেন, আমরা উড়ে যাইনি কিংবা পুরোপুরি বিধ্বস্ত হইনি। আমরা তিন ম্যাচেই দারুণ কিছু পারফম্যান্স দেখিয়েছি। সমস্যাটা হলো, সেটা বড় সময় ধরে রাখতে পারিনি। মনে হয় না, তিন ম্যাচে আমরা যেমন খেলেছি কিংবা যেমন খেলতে সমর্থ, তার প্রতিচ্ছবি দেখা গেছে।’

অ্যালিস্টার কুকের মতো সিনিয়র খেলোয়াড়রা ব্যর্থ। এক একটি অ্যাশেজ ধ্বস মানেই তো ব্যর্থ সিনিয়রদের ক্যারিয়ার থেমে যাওয়া। তবে রুট বড় পরিবর্তনের পক্ষপাতী নন। সিনিয়রদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, ‘আমি আশা করি, তারা পুরো বছরই এই দলের সঙ্গে থাকবেন। তাদের অনেক অভিজ্ঞতা আছে। এই দলটিকে তারা অনেক কিছু দিতে পারবেন। দীর্ঘদিন তারা যেমন খেলেছেন, সেটাই তো তাদের পক্ষে দাঁড়ানোর জন্য যথেষ্ট।’

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।