ছয় বছর পর জাতীয় লিগে তাসকিন

মুনওয়ার আলম নির্ঝর
মুনওয়ার আলম নির্ঝর মুনওয়ার আলম নির্ঝর , স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ০৭:২৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

২০১১ সালে শেষ জাতীয় লিগে খেলেছেন। এরপর গত ছয় বছরে বিপিএল ছাড়া আর কোন ঘরোয়া ক্রিকেট লিগে দেখা যায়নি জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। ছয় বছর পর চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামছেন তিনি। জাগো নিউজকে তাসকিন নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় লিগে ফেরা নিয়ে জাগো নিউজের সঙ্গে বিসিবি জিমনিশিয়ামে বসে একান্তে কথা বলেছেন তাসকিন আহমেদ।

এতদিন খেলতে না পারার কারণ হিসেবে তাসকিন জাগো নিউজকে বলেন, ‘আমার হাটুর ইনজুরির কারণে দেড় বছর মূলত খেলার সুযোগ পায়নি। তাছাড়াও জাতীয় দলের শিডিউলের কারণেও খেলতে পারিনি। আমি শেষ চার দিনের ম্যাচ খেলেছিলাম ২০১১ সালের শেষ দিকে। পিংক বলে ডে-নাইট যে ফাইনালটি হয়েছিল সেটি।’

taskin

ঘরোয়া লিগটাকে বেশ মিসও করতেন এই টাইগার পেসার। তিনি বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটটা বেশ মিস করতাম। তাই সব সময় চেয়েছি ঘিরোয়া ক্রিকেটে ফিরতে।’

এবার ধারাবাহিকতা থাকবে কি না ঘরোয়া লিগে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনজুরি আর জাতীয় দলের শিডিউল না থাকলে এবার ধারাবাহিকভাবেই খেলতে চাই।’

এর আগে বারবারই গুঞ্জন উঠছিল, তাসকিন জাতীয় লিগ না খেলায়ই পারফরম্যান্সের উন্নতি করতে পারছেন না। হয়তো সেই গুঞ্জনের কারণেই কিংবা নিজের পারফরম্যান্সের উন্নতি করার জন্যই জাতীয়ে লিগে ফিরছেন এই পেসার।

এমএএন/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।