মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

ক্রিকেট যতই জেন্টলম্যানের খেলা হোক, বিপজ্জনকও বটে। অন্তত কয়েকজন ক্রিকেটার আর একজন আম্পায়ারের মৃত্যুর পর এটা বলাই যায়। ফিল হিউজের মৃত্যুর পর গবেষণায় দেখা গেছে ৬ জন ক্রিকেটার নিহত হয়েছেন বলের আঘাতে। তবে এবার বল কিংবা ব্যাটের আঘাতে নয় হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঠেই মর্মান্তিক মৃত্যু হলো ভারতের এক তরুণ ক্রিকেটারের।

কেরলের কাসরগড় এলাকায় একটি স্থানীয় টুর্নামেন্ট খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন কুড়ি বছরের খেলোয়াড় পদ্মনাভ। মাঠেই করুণ মৃত্যু হয় তার। মাঠে উপস্থিত কেউ একজন সেই ভিডিওটি করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, আম্পায়ারের পাশে দাঁড়িয়ে আছেন পদ্মনাভ। ব্যাটসম্যান প্রস্তুত হতেই বল করার জন্য এগিয়ে যান পদ্মনাভ। কিন্তু মুহূর্তের মধ্যেই বসে পড়েন, তারপর মাঠেই লুটিয়ে পড়েন তিনি।

এক এক করে দৌড়ে আসেন মাঠে উপস্থিত অনেকে। তাকে ঘিরে ধরে কিছুক্ষণের জন্য। হাসপাতালেও নেওয়া হয় কিন্তু চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।