টি-১০ ক্রিকেট ইতিবাচক : আমির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭

ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোটই হচ্ছে। টি-টোয়েন্টি আসার পর বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে গেছে। এবার মাঠ কাঁপাতে শুরু করেছে 'টি-টেন' লিগ। বোঝাই যাচ্ছে, এখানে বোলারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। তবে পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির এই ফরমেটেরও সুফল দেখছেন।

গত নভেম্বরে টি-টেন লিগের ড্রাফটে সবার আগে দল পেয়ে যান আমির। শারজায় চারদিনের এই টুর্নামেন্টে দল মারাথা অ্যারাবিয়ান্সের হয়ে ৩ ম্যাচে ৬ ওভার বল করে এখন পর্যন্ত একটি উইকেট পেয়েছেন এই পেসার। ইকোনমি ৮.৮৩।

নতুন চেহারার এই ফরমেটে বোলিংয়ের পর আমিরের মনে হচ্ছে, টি-টেন ক্রিকেট বোলারদের আরও বেশি টি-টোয়েন্টির জন্য প্রস্তুত করবে। বোলারদের দক্ষতা বাড়বে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই এটা বাড়বে। এই ফরমেটে ডট বলটাই সব। যত বেশি ডট আপনি করতে পারবে, তত আত্মবিশ্বাস পাবে। যদি আপনি টি১০ ক্রিকেটে রান না দেন, টি-টোয়েন্টি ক্রিকেটকে অনেক দীর্ঘ ফরমেট মনে হবে।'

টি-টেন ক্রিকেটের চাপ সামলানোর পর টি-টোয়েন্টিকে অনেক সহজ মনে হবে বলেই মনে করছেন আমির। তিনি বলেন, 'এটা অনেক চাপের ফরমেট। যদি আপনি এখানে ভালো করেন, তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কম চাপ অনুভব করবেন। এক দিক দিয়ে এটা বোলারদের পরীক্ষার একটা ফরমেট।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।