ভারতীয় ক্রিকেটার রাহানের বাবা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় দিল্লির কোলাপুরে চার নম্বর সড়কে এক বৃদ্ধাকে ধাক্কা দেয় অজিঙ্কা রাহানের বাবা মধুকর রাহানের গাড়ি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে মারা যান ৬৭ বছর বয়সী ওই মহিলা। এই ঘটনার পর ভারত টেস্ট দলের সহ-অধিনায়ক রাহানের বাবাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পরিবার নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন রাহানের বাবা। দিল্লির খোলাপুরের ৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন মধুকর রাহানে। কাঙ্গাল এলাকায় ঢুকলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীকে ধাক্কা মারে। রাহানে বর্তমানে ভারত দলের সঙ্গে থাকায় পারিবারিক ভ্রমণে ছিলেন না। গাড়িতে রাহানের বাবা, মা ও বোন ছিলেন।

ঘটনার সঙ্গে সঙ্গে মধুকর রাহানেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (এ), ৩৩৭,৩৩৮, ২৭৯ ও ১৮৪ ধারায় মামলা করা হয়েছে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।