সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি ভালই রান করেছেন। রয়েছেন প্রথম ১০ জন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও। বলা হচ্ছে, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েসের কথা।

দারুণ একটা মৌসুম শেষ করে সপরিবারে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছিলেন তিনি ছুটি নিতে । ওই সময়ই জাগো নিউজকে তিনি এ তথ্য জানান ইমরুল নিজে।

আগামী পরশুদিন সপরিবারে সকালের ফ্ল্যাইটে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে চগে বসবেন ইমরুল।

কোন সেঞ্চুরি, এমনকি হাফ সেঞ্চুরি না পেলেও এবারের বিপিএলে নিয়মিত রান করে গেছেন ইমরুল। ১৪ ম্যাচ খেলে করেছেন ২৯৯ রান। বিপিএলে তার সর্বোচ্চ রান ৪৭। গড় ছিল ২৭.১৮। আর স্ট্রাইক রেট ১০৫.২৮। পুরা টুর্নামেন্টে মোট বাউন্ডারি মেরেছেন ২৪টি আর ছক্কা মেরেছেন মোট ১০টি।

এমএএন/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।