ফিক্সিংয়ের করাল গ্রাসে এবার অ্যাশেজ সিরিজও!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠলো এবার অ্যাশেজ সিরিজেও। চলতি পার্থ টেস্টটাকেই নাকি লক্ষবস্তু করেন জুয়ারিরা, এমন খবর ছাপিয়েছে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড ভিত্তিক সংবাদপত্র 'দি সান'।

'দ্য সান' এক অনুসন্ধান চালিয়ে দুই ভারতীয় বাজিকরের সাথে আলোচনা করেছে। দুই বাজিকরের দাবি, ক্রিকেটের ঐতিহ্যবাহী সিরিজটিতে প্রভাব খাটাতে সক্ষম তারা। যেমন-এক ওভারে কত রান হতে পারে, সেটা নাকি বলে দিতে পারবেন তারা। তবে এই প্রতিবেদনে কোনো খেলোয়াড় বা দলের নাম আলাদা করে উল্লেখ করা হয়নি।

ক্রিকেটের এই জুয়াতে ১ লক্ষ ৮৭ হাজার মার্কিন ডলারের মত ব্যবহার হচ্ছে বা হয়েছে, এমনটাই জানিয়েছে প্রতিবেদনটি। এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। বিষয়টি তারা তদন্ত করছে।

তবে আইসিসির এন্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, পার্থ টেস্টে ফিক্সিং অভিযোগের কোনো প্রমাণ বা দলিল পাননি তারা।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।