শুনানিতে কঠিন জেরার মুখে পড়তে পারেন তামিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে বিপিএলে শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ও কিউরেটর গামিনি ডি সিলভার সমালোচনা করেছিলেন তামিম ইকবালও। তবে মাশরাফিকে কোনোরকম কারণ দর্শানো নোটিশ দেয়া হয়নি। কিন্তু তামিমকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। শুধু নোটিশই দেয়া হয়নি। তাকে তলবও করা হয়েছে। বৃহস্পতিবার শুনানিতে ডাকা তামিম ইকবালকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, তামিম ইস্যুতে বোর্ড একটু হার্ড লাইনে। বোর্ড কর্তাদের ভাষ্য, মাশরাফিও তো উইকেট নিয়ে কথা বলেছেন। তবে তামিমের মতো ‘জঘন্য’ শব্দ ব্যবহার করে উইকেটের সমালোচনা করেনি। একই সঙ্গে উইকেটের আচরণ ও প্রকৃতি নিয়ে টেকনিক্যাল ব্যাখ্যা দিয়েছেন। তাই তামিমের ওপর বোর্ড ক্ষুব্ধ।

জাতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার বিপিএলের মতো আসরে উইকেটের আচরণ নিয়ে কি তবে প্রশ্ন তুলতে পারেন না? সেটা কি খুব দোষের? এমন প্রশ্ন করা হলে বোর্ড কর্তাদের কাছ থেকে যে ব্যাখ্যা পাওয়া গেছে, তার সারমর্ম হলো- ‘তামিম জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার। একই সঙ্গে বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারও। যাকে বিসিবি মাসিক বেতনও দেয়। সেই চুক্তিভুক্ত ক্রিকেটার যখন ঢালাওভাবে উইকেট এবং কিউরেটরের সমালোচনায় ফেটে পড়েন, তখন সেটা বিসিবির বিপক্ষে চলে যায়। যা বোর্ডের জন্য অতি বিব্রতকর। এ জন্যই বোর্ডের চোখে তামিমের কথা-বার্তা বিসিবির শৃঙ্খলাবিরোধী আচরণের সামিল। তাই তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং সশরীরে শুনানিতেও ডাকা হয়েছে।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওই শুনানি অনুষ্ঠিত হবে। জানা গেছে, সেখানে তামিমকে হয়ত কঠিন জেরার মুখে পড়তে হবে। তবে যেহেতু সামনে তিন জাতি ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, তামিমকে কোনো রকম সাসপেন্সনের খাঁড়ায় না পড়লেও তাকে কঠোরভাবে সতর্ক করে দেয়ার চিন্তা-ভাবনা নাকি চলছে। এমনকি নিকট ভবিষ্যতে কোনো বিদেশি আসরে খেলার অনুমতি না দেয়ার সম্ভাবনাও নাকি আছে।

এআরবি/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।