ভারত-ইংল্যান্ডের 'নতুন অ্যাশেজ'

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭

ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ কোনটি? সবাই এক বাক্যে বলবেন, শতবর্ষী পুরোণো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ। অ্যাশেজ কি একাই মাঠ কাঁপাচ্ছে?

ক্রিকেটে নতুন আরেক অ্যাশেজের জন্ম হচ্ছে। জনপ্রিয়তার নিরিখে যেটি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের সমান কাতারেই দাঁড়িয়ে গেছে। সেই দ্বৈরথটা হলো ভারত আর ইংল্যান্ডের টেস্ট সিরিজ।

চাহিদার কথা মাথায় রেখে নতুন এফটিপিতে অ্যাশেজের আদলেই টেস্ট সিরিজ রাখা হয়েছে ভারত আর ইংল্যান্ডের। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে চার বছরে এই দুই দল দুটি পাঁচ টেস্টের সিরিজ খেলবে। অ্যাশেজের পর এটিই একমাত্র সিরিজ যেটি পাঁচ টেস্টের হবে।

নতুন এফটিপিতে চার টেস্টের সিরিজ আছে মাত্র তিনটি। এর মধ্যে দুটিই ভারত আর অস্ট্রেলিয়ার। একটি ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।