ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা গেইল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭

ফাইনালটা একপেশে করে দিলেন একজন-ক্রিস গেইল। ম্যাচসেরার পুরস্কারের দাবি তাই আর কেউ তোলার মত ছিলেন না। তবে সাকিব আল হাসানকে হটিয়ে ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব যে টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও জিতে নেবেন, সেটা অনেকেই আগাম ধারণা করেনি।

শুধু সেরার এই দুটি পুরস্কার নিয়েই ক্ষান্ত হননি গেইল। টুর্নামেন্টকে 'গেইলময়' করে তিনি জিতেছেন 'ব্যাটসম্যান অব দ্য ম্যাচ' আর 'মোস্ট এক্সাইটিং প্লেয়ার'-এর পুরস্কার দুটিও।

গেইলের হাতে প্রায় সব পুরস্কার উঠার কারণও আছে যথেষ্ট। ফাইনালে ১৮ ছক্কার রেকর্ডসহ ৬৯ বলে ১৪৬ রানের এক দানবীয় ইনিংস খেলেছেন তিনি। যাতে হয়েছেন ম্যাচসেরা।

সব মিলিয়ে এবারের বিপিএলে ১১ ম্যাচে ৪৮৫ রান করেছেন গেইল। গড় ৫৩.৮৮। স্ট্রাইক রেট ১৭৬.৩৬। সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি ২টি করে। ২৯টি চারের পাশে ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই সাফল্যে তিনি টুর্নামেন্ট সেরাও।

ফাইনালটা গেইলময় হলেও ম্যাচসেরা বোলার হয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।

এমএমআর/এমএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।