গেইল ১৪৬, ঢাকা ১৪৯

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭

শিরোনাম হতে পারতো, ক্রিস গেইলের রানও করতে পারলো না গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। তাদের শেষ দুই ব্যাটসম্যান আবু হায়দার রনি আর খালেদ আহমেদ কোনোমতে এই লজ্জাটা কাটালেন। তবে গেইলের থেকে মাত্র ৩ রান বেশি করতে পারলেন ঢাকার সব ব্যাটসম্যান মিলে।

রংপুর রাইডার্সের ক্রিস গেইল একাই করেন ১৪৬ রান। ঢাকা ডায়নামাইটসের সবাই মিলে করলেন ১৪৯ রান। বড় হারের দিনে ক্যারিবিয় ব্যাটিং দানবের রানটা কোনোমতে পার করলো সাকিব আল হাসানের দল। তবে খুব বেশিদূর এগুতে পারলো না।

গেইল যেদিন খেলেন, সেদিন আর প্রতিপক্ষের করার কিছু থাকে না। আজ ছিল তেমনই এক দিন। ঢাকার বোলাররা দেখলেন ক্যারিবিয় ব্যাটিং দানবের দানব রূপ। ৫৭ বলে সেঞ্চুরি তুলে নেয়া গেইল শেষ পর্যন্ত ৬৯ বলে অপরাজিত ছিলেন ১৪৬ রানে।

২০৭ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ঢাকার ইনিংস। এক জহুরুল ইসলাম ছাড়া কোনো ব্যাটসম্যান ফিফটির দেখাও পেলেন না। গেইলের মতো সেঞ্চুরি ইনিংস তো আরও পরের ব্যাপার!

গেইল কেমন দানবীয় ব্যাটিং করেছেন, সেটা বুঝতে তার পুরো ইনিংসটার দিকে তাকাতে হবে না। শুধু ছক্কাগুলো দেখলেই হবে। রংপুরের ক্যারিবিয় এই ওপেনার তার ইনিংসে ৫টি চারের পাশে ছক্কা হাঁকিয়েছেন ১৮টি! আর ঢাকা ডায়নামাইটসের সব ব্যাটসম্যান মিলে ছক্কা মেরেছেন ৫টি। পার্থক্যটা বুঝিয়ে দেয়ার জন্য এই পরিসংখ্যানটাই তো যথেষ্ট!

এমএমআর/এমএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।