শেষ ৩ ওভারে ৬৪ রান!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭

রংপুর রাইডার্সের ১০ ওভার শেষে সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৩ রান। সমর্থকদের কপালে ভাঁজ। ১৫০ পার হতে পারবে তো রংপুর রাইডার্স? সেই দলটিই শেষে গিয়ে থামলো ২০৬ রানে!

২০৬ রান করায় রংপুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার ছিল সম্ভবত শেষ তিন ওভার। শেষ তিন ওভারের গেইল-ম্যাককালাম ছক্কা মেরেছেন ৮টি আর রান করেছেন ৬৪।

ঢাকার হয়ে ১৮তম ওভারটি করতে আসেন কাইরন পোলার্ড। প্রথম বলেই বাউন্ডারি হাঁকান ম্যাককালাম। পরের বলে ছক্কা ম্যাককালামের। একই ওভারের শেষ দুই বলে দুই ছক্কা হাঁকান পোলার্ডের স্বদেশী ক্রিস গেইল।

এরপরের দুই ওভার কেবলই গেইলময় । ১৯তম ওভারে দুইটি ও ২০তম ওভারে তিনটি ছয় মেরে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়ে ফেলেন তিনি। এরই ফাঁকে এই তিন ওভারে ম্যাককালাম দুইটি ও গেইল একটি বাউন্ডারি মারেন।

পুরো তিন ওভারে তিনটি মাত্র সিঙ্গেল রান আসে আর ওয়াইড থেকে আসে একটি অতিরিক্ত রান। মূলত শেষ তিন ওভারের এই ৬৪ রানের উপর ভর করেই রংপুর রাইডার্স অবিশ্বাস্যভাবে ২০০ রান টপকে যায়।

এমএএন/এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।