খেলা হওয়াটাকেই বড় ব্যাপার মনে করছেন সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের সবচেয়ে আলোচিত বিষয় হয়তো হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচের বৃষ্টির কারণে সৃষ্ট হওয়া নানা জটিলতা। এটাই এখন সবচেয়ে আলোচিত বিষয় । তবে সবার আগে ফাইনালে নাম লেখানো ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন, ম্যাচ হওয়াটাই বড় ব্যাপার।
এমন পরিস্থিতিতে ঢাকা থাকলে কি করতেন, জানেন না সুজন। তবে দিনের শেষে খেলা হওয়াটাকেই বড় ব্যাপার হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, 'আমি জানি না, আমরা থাকলে কী করতাম। যেহেতু ক্লজে স্পষ্ট করে বলা ছিল, এখানে মনে হয় না কোনো দরাদরির সুযোগ ছিল। কেন দেরি হলো, আমি জানি না। ম্যাচ রেফারি, আম্পায়াররা ভালো বলতে পারবে। কিন্তু দিন শেষে খেলা হওয়াটা বড় ব্যাপার।'
তবে চাইলে সুপার ওভারেও কাল খেলা নিষ্পত্তি করে ফেলা সম্ভব হতো, মনে করেন এ কোচ। তার মতে, 'আমি জানি না নিয়ম ভাঙা হলো কি-না। তবে আমার মনে হয় যদি বাইলজ ঠিকমতো পড়া হয়, সেখানে অনেক কিছু ক্লিয়ার আছে। আমার মনে হয়েছে যেটা, নিয়ম ভাঙা হয়েছে। কালকে খেলাটা এক ওভার করে শেষ হয়ে গেলেই পারত (সুপার ওভার করে)।'
রোববার সুপার ওভার হয়ে গেলে প্রতিপক্ষও জেনে যাওয়া যেত। সুজনের স্বস্তি হতো সেটাই, 'কাল সুপার ওভার হলে আমরা কালই জেনে যেতাম প্রতিপক্ষ কে।'
খেলা হওয়াটা স্থানীয় খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন। তিনি বলেন, 'স্থানীয় ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে মানসিক চাপ, সেটা নেওয়াটাও শেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি মনে করি আমাদের খেলা উচিত। ক্রিকেটার হিসেবে আমার মনে হয় এ পরিস্থিতিতে খেলা উচিত।'
এমএএন/এমএমআর/আরআইপি