ওয়ানডেতে মাশরাফিকে পরিবর্তনের চিন্তা নেই বিসিবির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

গুঞ্জনটা উঠেছিল, সংবাদ সম্মেলনেই। বিসিবি তো আগেই বলেছিল, তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখবে তারা। কিন্তু টি-টোয়েন্টির পর টেস্ট অধিনায়কত্বও যখন সাকিব আল হাসানের দায়িত্বে দেয়া হলো, তখন সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হলো, তাহলে কী তিন ফরম্যাটেই এক অধিনায়ক হবেন।

তাহলে কী সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়কও করা হবে? তবে সে সম্ভাবনা উড়িযে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানালেন, টেস্ট আর টি-টোয়েন্টিতেই অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে সাকিবকে। ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কোনোভাবেই পরিবর্তনের কথা ভাবছে না বিসিবি।

আজ (রবিবার) বোর্ড মিটিং শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অধিনায়ক পরিবর্তনের কথা জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন। পাশাপাশি তিন ফরম্যাটেই সাকিব কেন এখনই অধিনায়ক হতে পারবেন না, তারও একটা কারণ জানান।

সাকিব তিন ফরম্যাটে অধিনায়ক হতে পারেন। তবে এখনই তা সম্ভব নয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে পাপন বলেন, 'এখানে দু'ধরনের মতবাদ আছে। একটা আলোচনা ছিল, আমরা তিন ফরম্যাটে তিনটা অধিনায়ক করবো। যেটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আবার আরেকটা, একই অধিনায়ক তিন ফরম্যাটে থাকা ভাল। কাজেই দুটারই প্লাস মাইনাস আমরা দেখছি।'

সাকিব ওয়ানডে নেতৃত্ব আপাতত পাবেন না, কারণ মাশরাফির মতো সফল একজন অধিনায়ক এখন ওয়ানডের দায়িত্বে। এ নিয়ে পাপন বলেন, 'এ মুহূর্তে হবার সুযোগই নেই। যেহেতু মাশরাফি ওডিআই ক্যাপ্টেন। কাজেই ওখানটায় হাত দেয়ার প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে এটার কোনো প্রয়োজনীয়তাও দেখছি না। আপাতত দু'জন ক্যাপ্টেনই থাকছেন।'

এর আগে টেস্টের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন নাজমুল হাসান পাপন। তিনি বিসিবির সিদ্ধান্ত জানান এভাবে, 'আমরা টেস্ট অধিনায়ক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আগামী সিরিজ থেকে, আমাদের টেস্ট অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। আর সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর অন্যান্য ফরম্যাটে যেমন ছিল তেমনই থাকবে।'

কী কারণে মুশফিককে পরিবর্তন করা হল, এটা জানতে চাইলে পরিষ্কার কোনো উত্তর তিনি দেননি পাপন। তিনি বলেন, 'একেবারে নির্দিষ্ট যে কোনো কারণ আছে, তা কিন্তু নয়। আর থাকলেও সবসময় বলা যায় না। আমরা মনে করেছি, এখানে একটা পরিবর্তন করা দরকার ।'

তবে মুশফিককে আরও ব্যাটিংয়ে মনোযোগী করার জন্যই তাকে সরানো হয়েছে, এমনটাই দাবি পাপনের। তার মতে, 'আমরা মুশফিকের সেরা ব্যাটিংটা চাই। আমরা মনে করেছি যে, ব্যাটিংয়েই সে মনোযোগী হোক। তাকে চাপ মুক্ত করতে চাচ্ছি। আমরা সব ভেবেই এই প্ল্যানটা করেছি। শুধু এখনকারটা দেখলে তো হবে না। আমরা আগামী চার-পাঁচ বছরের জন্য একটা প্ল্যান করছিলাম। সেই অনুযায়ী এ প্ল্যান। অন্যান্য জায়গাতেও পরিবর্তন আসবে হয়তো, আপাতত আমরা এ জায়গায় এনেছি। '

অধিনায়ক নির্বাচনের আগে সবার সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকদের এমনটাই জানান বিসিবি প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ' আমি সাকিবের সঙ্গেও কথা বলেছি, মুশফিকের সঙ্গেও কথা বলেছি, আমি রিয়াদের  সঙ্গেও কথা বলেছি। যদিও মুশফিক আজ দেশে নাই। তবুও আমি ব্যক্তিগতকভাবে ওর সঙ্গে কথা বলেছি। '

এমএএন/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।