হাসি মুখে বেরিয়ে গেলেন সিমন্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

শর্টলিস্টের তিনজনকে ইন্টারভিউ হবে বিসিবিতে, তারপরই সিদ্ধান্ত হবে কে হচ্ছেন মুশফিক-সাকিবদের কোচ। শর্টলিস্টের ব্রিটিশ কোচ রিচার্ড পাইবাস ইন্টারভিউ দিয়ে গেছেন কয়েকদিন আগে। আর আজ (রবিবার) এসেছিলেন ক্যারিবিয় কোচ ফিল সিমন্স।

দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বিসিবি ভবনে প্রবেশ করেন সিমন্স। প্রায় তিন ঘন্টা তিনি বিসিবি ভবনে অবস্থান করেন। এ সময় তার ইন্টারভিউ হয়। তিনি বিসিবির কাছে তার প্রেজেন্টেশন জমা দেন।

এরপর ৩টা ২৬ এর দিকে তিনি বেড়িয়ে আসেন বিসিবি ভবন থেকে। এ সময় সব সাংবাদিকরা তাকে ঘিরে ধরে নানান প্রশ্ন করতে শুরু করলে, তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে আবার ভেতরে ঢুকে যান।

তারপরও সাংবাদিকরা তাকে বারবার প্রশ্ন করতে থাকলে তিনি শুধু হেসে বলেন, 'প্রেজেন্টেশন জমা দিয়েছি। ভাল হয়েছে।'

এর বেশি কিছু আর বলেননি সিমন্স । এরপর হাসতে হাসতে অন্য পাশের গেট দিয়ে গাড়ির দিকে পা বাড়ান। মুখে হাসিটা লেগেই ছিল। গাড়িতে উঠে দ্রুত বিসিবি চত্বর থেকে প্রস্থান করেন তিনি।

উল্লেখ্য, বিসিবির কোচের এই সংক্ষিপ্ত তালিকায় রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ান জিওফ মার্শ।

এমএএন/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।