ইন্টারভিউ দিতে বিসিবিতে সিমন্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ জাতীয় দলের কোচের তালিকায় এখন "সাবেক" হাথুরুসিংহে। এরই মধ্যে সে নানা ভাবে জল ঘোলা করে এক প্রকার বিদায়ই নিয়েছেন। তার চলে যাবার কারণও তিনি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে।

বিসিবি বসকে অভিযোগ দেয়ার আগেই শুরু হয়ে গিয়েছিল সাকিব-মাশরাফিদের নতুন শিক্ষক খোঁজার কাজ। বিসিবি নতুন কোচ নিয়োগের জন্য তিনজনের একটি ছোট তালিকাও করে ফেলেছেন। এই তালিকা থেকে গত কয়েকদিন আগে ইন্টারভিউ দিয়ে গেছেন ব্রিটিশ কোচ রিচার্ড পাইবাস।

আর এই তিনজনের তালিকায় থাকা ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্স আজ (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে বিসিবি ভবনে ইন্টারভিউ দিতে প্রবেশ করেন। তিনি একাই বিসিবি ভবনে আসেন। বেশ কয়েক মিনিট অপেক্ষা করে তিনি গাড়ি থেকে নেমে সোজা বিসিবি ভবনের ভেতরে চলে যান।

এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোন কথা না বলেই ভেতরে চলে যান। তবে মৃদু একটি হাসি উপহার দিতে ভুল করেননি সিমন্স।

উল্লেখ্য, বিসিবির এই সংক্ষিপ্ত তালিকায় রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ান জিওফ মার্শ।

এমএএন/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।