তিন অধিনায়কের সঙ্গে পাপনের একান্ত বৈঠক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের সদ্য সাবেক এবং শ্রীলঙ্কার সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে শনিবার সকাল ১১টায় ঢাকা এসে পৌঁছাবেন। বিপিএলের জোর ডামাডোলের মধ্যেও গতকাল বিকেল থেকে এ সংক্রান্ত খবর চাউর হয়ে গেছে ঢাকার মিডিয়া পাড়ায়।

আজ সকালে হাথুসিংহে রাজধানীতে পা রাখার পর থেকে আরও একটি খবর ছড়িয়ে পড়লো। সেটা হলো- হোটেল র্যাডিসনে হাথুরুসিংহের সাথে সাক্ষাত করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।

একজন ভিনদেশি কোচ, পূর্ব নির্ধারিত চুক্তির বরখেলাপ করে দেড় বছর আগে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার কোচ হয়ে গেছেন ইতিমধ্যে। তিনি আসবেন তার অবস্থান ব্যাখ্যা করে বোর্ডের সাথে পাওনা চুকাতে। সেখানে বোর্ড সভাপতি থাকতেও পারেন। যদিও বিষয়টা মূলতঃ প্রধান নির্বাহীর। কাজেই বোর্ড সভাপতির দুপুরের আগে হোটেল র্যাডিসনে হাথুরুসিংহের সাথে সাক্ষাতের জন্য যাওয়াটা খানিক বিস্ময় জাগিয়েছিল সবার মনে।

দুপুর গড়াতেই পরিষ্কার হলো বাংলাদেশের সাবেক ও শ্রীলঙ্কান নতুন কোচ হাথুরুসিংহের সাথে আলাপের জন্য র্যাডিসন হোটেলে যাননি বিসিবি বিগ বস। যিনি চলে গেছেন, তাকে নিয়ে তার আর কোন মাথা ব্যাথা নেই- এই মন্ত্রে দীক্ষিত নাজমুল হাসান পাপন র্যাডিসনে গিয়েছিলেন নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ায় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমের সাথে আলোচনা করতে।

হাথুরুসিংহে অধ্যায় তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন নতুন কোচ নিয়োগের পালা। এরই অংশ হিসেবে জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কের সাথে আলোচনায় বসলেন বিসিবি প্রধান।

ইতোমধ্যেই নতুন কোচ নিয়োগের মিশন শুরু হয়ে গেছে। চলছে কোচ খোঁজার কাজ। এরই মধ্যে সাবেক কোচ রিচার্ড পাইবাস বিসিবিতে এসে ইন্টারভিউ দিয়ে চলে গেছেন। ওই ইংলিশ কোচের সাথে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্য শীর্ষ কর্মকর্তার বৈঠকও করেছেন। দ্বিতীয় প্রার্থী হিসেবে আজ সন্ধ্যায় ঢাকা আসছেন আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্স।

তিনিও ইন্টারভিউ দিতে আসছেন। ধারণা করা হচ্ছে, কাল রোববার দুপুরে বোর্ডের সভার আগেই তার ইন্টারভিউ নেয়া হয়ে যাবে। আজ দুপুরে তিন ফরম্যাটে বাংলাদেশ দলের তিন অধিনায়ক মাশিরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানের সাথে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। সেটা একেবারে নীরবে-নিভৃতে নয়। ঘটা করে। জানা গেছে তিন অধিনায়কই শুধু নন, বাংলাদেশ জাতীয় দলের সব কোচিং স্টাফের সঙ্গেও বসেছিলেন বিসিবি বিগ বস। কোচ নিয়োগে তিন ফরম্যাটের জাতীয় দলের অধিনায়ক ছাড়াও কোচিং স্টাফদের মতামতও শুনেছেন নাজমুল হাসান পাপন।

বোঝাই যাচ্ছে, বোর্ড প্রধানের সাথে জাতীয় দলের তিন অধিনায়ক ও কোচিং স্টাফদের ওই মত বিনিময় একটু গোপনে করতে চেয়েছিলেন বিসিবি সভাপতি। সে কারণেই বোর্ড অফিস কিংবা তার নিজের বেক্সিমকো কার্যালয় বাদ দিয়ে হোটেল র্যাডিসনকে বেছে নেন। বোর্ড প্রধান এবং তিন অধিনায়ক ও কোচিং স্টাফদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে র্যাডিসন হোটেলেই। সকাল গড়িয়ে দুপুর নামতেই শুরু হয় ওই অনানুষ্ঠানিক বৈঠক।

তিন অধিনায়ক ও কোচিং স্টাফদের সাথে কি কথা হলো পাপনের? বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি প্রধান সেটাও পরিষ্কার করে দেন। তার কথার সারমর্ম হলো সামনেই (আগামী মাসে শ্রীলঙ্কার সাথে হোম সিরিজ ও তিন জাতি টুর্নামেন্ট) ঘরের মাঠে জাতীয় দলের ব্যস্ত সময় কাটবে। তার আগে বিদেশি কোচ নিয়োগ, নাকি সহকারি কোচ রিচার্ড হ্যালসল কিংবা খালেদ মাহমুদ সুজনকে দিয়ে কাজ চালানো যায় কি না, তা নিয়েই মূলতঃ কথা হয়েছে। তিন অধিনায়ক ও কোচিং স্টাফরা নাকি তাকে আশ্বস্ত করেছেন, হাথুরু চলে গেলেও যারা আছেন, তারাই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ এবং তিন জাতি সিরিজ চালিয়ে নিতে পারবেন।

এআরবি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।