মাহমুদুল্লাহর গেইল বন্দনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খুলনা টাইটান্সের ১৬৮ রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়েন ক্রিস গেইল। ছয়-চারের ফুলঝুড়ি ছুটিয়ে তুলে নেন এবারের আসরের প্রথম সেঞ্চুরিও। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই প্রতিপক্ষ অধিনায়ক মাহমুদুল্লাহর মুখেও গেইলের প্রশংসা!

ক্রিস গেইলের ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, 'সবাই তো জানি গেইল ঝড়। তবে সত্য কথা খুবই ভাল ব্যাটিং করেছেন। আর আমার মনে হয় যে, আমরাও খুব একটা ভাল জায়গায় বল করিনি। আর ও যদি সেট হয়ে যায়, তাহলে আমরা সবাই জানি, ওর পাওয়ার এবং ক্যাপাবিলিটি সম্পর্কে। এজন্য খেলা আমাদের হাতেই আসেইনি।'

গেইল যখন ধুন্দুমার ব্যাটিং করে যাচ্ছিলেন, তখন মাহমুদুল্লাহকে দেখা যাচ্ছিলো বারবার কিছু একটা বলছিলেন । কি বলছিলেন তাও জানালেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, 'আমি বোলারদের একটা কথাই বলছিলাম, যদি একটা উইকেট আমরা পেতাম! গেইলের উইকেটটা। তাহলে হয়তো আমাদের একটা সুযোগ ছিল। আগে যেটা বললাম। ওর পাওয়ার আর ক্যাপাবিলিটি সম্পর্কে সবারই জানা আছে। উইকেটটা খুব ভাল ছিল ব্যাটিং করার জন্য।'

গেইলকে আটকানোর কি পরিকল্পনা ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিশেষ কোন প্ল্যান ছিল না। প্ল্যান যেটা ছিল ওকে জায়গা না দেয়া। কারণ জায়গা দিলে ওর জন্য অনেক সহজ। ট্যাকনিকালি যদি চিন্তা করেন , তখন স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা। আমি শুরুটা করলাম, যেটা ভাল হয় নি। মোট কথা আমদের বোলিংটা ভাল হয় নি।'

ম্যাচে কোনো চাপ ছিল না বলেই মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার মতে, 'খুব বেশি চাপের ছিল না, আমার মনে হয়। আমরা এ ধরনের ক্রিকেট খেলতে খেলতে মোটামুটি অভ্যস্ত। তবে সবসময় কিছু না কিছু চাপ থাকে কোয়ালিফাই বা এলিমিনেটর ম্যাচে। দূর্ভাগ্যজনক ভাবে আজকের ম্যাচটাই ভাল করতে পারি নি। ব্যাটিং ডিপার্টমেন্ট ভাল করেছে, বোলিং ডিপার্টমেন্ট... যেদিন গেইল ঝড় শুরু হয়ে সেদিন থামানো আসলে কষ্টকর।'

এমন দিনে গেইলের জ্বলে ওঠা খুলনার জন্য দুর্ভাগ্যের। মাহমুদউল্লাহ কি মনে করেন? তিনি বলেন, 'দুর্ভাগ্য বলবো না। গেইল অনেক বড় মাপের ক্রিকেটার। সবাই জানে যে সে সেট হয়ে গেলে কতটা ভয়ংকর। দ্রুত উইকেট না নিলে, ওর মত ব্যাটসম্যানকে আটকানো খুব কঠিন। দ্রুত উইকেট নিতে পারিনি, তাই হয়তো আজকে ফলাফল এমন। '

এমএএন/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।