শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কোচই হলেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ ছেড়েছেন নতুন চাকরি পেয়েছেন বলেই। তবে শেষ পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহে কোথায় থিতু হবেন, সেই ধোঁয়াশা কাটছিল না। শ্রীলঙ্কার কোচ হওয়ার কথা শোনা যাচ্ছিল। আবার শোনা যাচ্ছিল, অস্ট্রেলিয়ান একাডেমির কোচ হিসেবে যোগ দিতে পারেন টাইগারদের সাবেক এই কোচ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তাদের নতুন কোচ হিসেবে ঘোষণা করলো হাথুরুসিংহের নাম।

আগামী ২০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার কোচ হিসেবে কাজ শুরু করবেন হাথুরুসিংহে। ভারতে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই নতুন দায়িত্ব শুরু বাংলাদেশের সাবেক এই লঙ্কান কোচের।

গত অক্টোবরে হঠাৎই বাংলাদেশ দলের প্রধান কোচের পদ ছেড়ে দেন হাথুরুসিংহে। এরপর দেশে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দেখা করারও প্রয়োজনবোধ করেননি তিনি। আদৌ আর বাংলাদেশে আসবেন কিনা, সেই সংশয়ও রয়ে গেছে।

এরই মধ্যে তার বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে বিসিবি। ইতোমধ্যে ইংলিশ কোচ রিচার্ড পাইবাস সাক্ষাতকার দিয়ে গেছেন। কোচের পদে সাক্ষাতকার দিতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সেরও। আগামী ১০ ডিসেম্বর কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে, আশা করা যাচ্ছে।

সবার আগ্রহ তাই এখন একদিকে, কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হিসেবে কার নামটি আসবে?

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।