বৃষ্টি চোখ রাঙাচ্ছে রংপুর-খুলনা ম্যাচে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

ঢাকার আকাশে শুক্রবার সকাল থেকে মেঘাচ্ছন্ন। সকাল থেকেই এমন আবহাওয়ায় প্রথমে মনে হচ্ছিলো শীতের প্রভাবে হয়তো। তবে বেলা বাড়ার সাথে সাথে মেঘলা ভাব কমে গেলেও ঘটেছে তার উল্টো। দুই/এক ফোটা বৃষ্টির পানিও ছুঁয়েছে ধরনীর মাটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের এলিমেনিটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। ম্যাচটিতে সরাসরি চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টি। এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, সাগরে সৃষ্ট নিম্নচাপে চট্টগ্রাম-খুলনাসহ বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাতেও।

আবহাওয়া অধিদফতর বলছে, দুপুরের দিকে আকাশ মেঘলা থাকলেও বিকের চারটা দিকে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকাশ মেঘলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টি চোখ রাঙ্গালেও শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন কয়েক হাজার দর্শক। তারা আশা করছেন, বৃষ্টি নয়, জমে ওঠবে বিপিএলের চার-ছক্কা।

এমএএন/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।