সামিত ঝড়ের পরও হারলো রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭

পুরো আসরেই ছিল নিষ্প্রভ। কিন্তু নিয়ম রক্ষার শেষ ম্যাচে এসে দারুণভাবে জ্বলে উঠেছিলেন রাজশাহী কিংসের বিদেশি রিক্রুট সামিত প্যাটেল। ২৬ বল খেলে করেন ৬২ রান। তার এমন ঝোড়ো ব্যাটিংয়ের পরও রাজশাহী কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে। ফলে চিটাগংয়ের কাছে ৪৫ রানে হেরে যায় রাজশাহী কিংস।

রাজশাহীর দুই ওপেনার মুমিনুল (৯) ও রনি তালুকদার (৬) ছিল আজ পুরোপুরি ব্যর্থ। তবে এরপরই শেরে বাংলায় বয়ে যায় সামিত ঝড়। ছয় বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন ভারতীয় বংশোদ্ভূত সামিত প্যাটেল।

মুশফিকুর রহীম করেন ১৫ বলে ১৫ রান। আর উসমান মির শূন্য রান করেই সাজঘরে ফেরেন। জেমস ফ্রাঙ্কলিন ১২ বলে দুই ছয়ের সাহায্যে ১৭ রান করেন। জাকির হাসান করে ২৩ বলে ২৩ রান।

চিটাগংয়ের হয়ে সিকেন্দার রাজা একাই চারটি উইকেট দখল করেন। আর সানজামুল ইসলাম নেয় ২টি উইকেট। তাসকিন, এমরিট ও রিচি একটি করে উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন।

এর আগে রিচির ৫৬ বলে ৮০ রানের উপর ভর করে চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে করে ১৯৪ রান করেন।

এমএএন/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।