নিয়ম রক্ষার ম্যাচে চিটাগংয়ের বড় সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭

রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী। আগে ব্যাট করতে নেমে চিটাগংয়ের দুই ওপেনারের কাঁধে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে ১৯৪ রান করেছেন। ফলে রাজশাহীর লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৫ রান।

চিটাগংয়ের দুই বিদেশি রিক্রুট লুক রনকি ও রিচি মিলে করেন ৬৯ রানের অসাধারণ একটি জুটি। এই জুটির উপর ভর দিয়েই চিটাগং এই বড় সংগ্রহটি পেয়েছে।

তবে বড় অবদান ছিল রিচির। তিনি একাই করেন ৫৬ বলে ৮০ রান। যে ইনিংসটিতে ছিল চারটি বাউন্ডারি ও দুইটি ওভারবাউন্ডারি।

দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন সিকান্দার রাজা। মাত্র ২০ বল খেলে তিনি করেন ৪২ টি রান। বাউন্ডারি ছিল ৩টি আর ওভার বাউন্ডারিও ছিল ৩টি। সমান ৪২ রান এসেছে রনকির ব্যাট থেকে। বল খরচ করেছেন ৩০টি।

রাজশাহীর বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই দুইটি উইকেট পেয়েছেন। আর কোন বোলারই উইকেটের দেখা পাননি।

এমএএন/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।