বিসিবির সংক্ষিপ্ত তালিকায় পাইবাস, সিমন্স ও মার্শ!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

হাথুরুসিংহে প্রধান কোচ থেকে অবসর নেয়ার পর থেকেই আলোচনায় ছিলেন কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ। তবে কোচের নাম ঠিক না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাক্ষাৎকার দিতে রিচার্ড পাইবাস আসছেন জানালেও বাকী দু'জনের নাম বলেননি জালাল ইউনুস। তবে বিসিবির একটি সূত্রে বাকী দু'জনের নামা জানা গেছে। তারা দু'জন হলেন ফিল সিমন্স ও জিওফ মার্শ। বিসিবির সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে জালাল ইউনুস বলেন, 'দেখেন এখন হাইপ্রোফাইল কোচ পাওয়া খুব কঠিন। তবে রিচার্ড পাইবাস হাই প্রোফাইল কোচদের মধ্যে একজন। আরও দুইজন যারা আছেন তাদের প্রোফাইলও খুবই ভালো। আর আমরা তাদেরই চাচ্ছি যারা বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে একটা চ্যালেঞ্জ নিবে।'

জালাল ইউনুস আনুষ্ঠানিক ভাবে কাল (বুধবার) সকাল এগারটায় রিচার্ডের ইন্টারভিউ দিতে আসার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, 'আমরা চাচ্ছি যারা আমাদের শর্টলিস্টে আছে, তারা এসে সাক্ষাৎকার দিয়ে যাক। বোর্ডের সঙ্গে তারা আলাপ-আলোচনা করুক। তারপর আমরা সিদ্ধান্ত নিব কাকে কোচ করা যায়। এজন্য প্রথমে আসছে রিচার্ড পাইবাস। আজকে (মঙ্গলবার) সন্ধ্যায় আসছেন, কাল এগারটার সময় বোর্ড অফিসিয়ালদের সাথে বসবে। তো আমরা ওনার সঙ্গে আলাপ-আলোচনা করবো। এরপর আরও দু'একজন সংক্ষিপ্ত তালিকায় আছেন, যদি তারা সময় দেয় তাহলে ঐ সময় ধরেই তাদের আমরা ডাকবো। তারাও এখানে সাক্ষাৎকার ফেস করে যাবে। '

অন্য দুই কোচের নাম না প্রকাশ করার কারণ হিসেবে এই বোর্ড পরিচালক বলেন, ' আপনারা জানেন যারা এখানে সংক্ষিপ্ত তালিকায় আছেন, ওরা যদি নিশ্চিত করে সাক্ষাৎকার দিতে আসবে তার আগের দিন আমরা জানাবো। এখন জানালে তারা এখন কোথাও না কোথাও চাকরি করছেন। এখন নাম প্রকাশ করলে, তাদের সেখানে সমস্যা হতে পারে। সে জন্য ভালো হয়, আমরা অপেক্ষা করি। একজন একজন করে আসুক, তারপরই জানানো হবে কে আসবেন।'

দলের চ্যালেঞ্জ নিতে পারেন এমন কাউকেই কোচ করা হবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ' আপনারা জানেন যে আমাদের দলটা এখন উপরে উঠে আসছে। গ্লোবালি আমরা একটা জায়গা করে নিয়েছি। যিনি আমদের আগে কোচ ছিলেন তার এখানে অবদান রয়েছে। এ রকমই আমরা চাচ্ছি, যে নাকি চ্যালেঞ্জ নিবে। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।'

তবে আলোচনা হলেই যে সে কোচ হয়ে যাচ্ছেন না, এটাও জানান তিনি। তিনি বলেন, 'এটার মানে এই না যে আমরা এখনই ঠিক করে ফেলছি হেড কোচ হচ্ছেন রিচার্ড পাইবাস বা অন্য কেউ। এটা নির্ভর করছে তাদের সঙ্গে আমদের চুক্তি কি হবে এর উপর। তাদের শর্ত কি এটাও তারা বলবে। তারপর আমরা সব হিসেব করে সব ঠিকঠাক থাকলে এদের থেকেই একজনকে ঠিক করবো।'

এমএএন/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।