টস জিতে ব্যাটিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিন নম্বরে খুলনা টাইটান্স। শীর্ষস্থানটা ভালভাবেই দখল করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাতে ম্যাচও আছে দুটি। আজ হারলেও শীর্ষেই থাকবে তারা। শেষ চারে বাকী তিন দলেরই (ঢাকা, খুলনা, রংপুর) লক্ষ্য এখন দুই নম্বর স্থান নিশ্চিত করা। সেই লক্ষ্যেই আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। সেদিক থেকে কুমিল্লার চেয়ে ম্যাচটি খুলনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে প্রথমে ফিল্ডিং করবে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর আগে এই দুই দলের প্রথম দেখায় খুলনা টাইটান্সকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার ১১১ রানের জবাবে কুমিল্লা ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। পায় ৯ উইকেটের ব্যবধানে বিশাল জয়।

সেদিনের সুখস্মৃতি অবশ্যই কুমিল্লাকে এগিয়ে রাখবে এই ম্যাচে। তার ওপর পয়েন্ট টেবিলের কারণেও এগিয়ে থাকবে তার। আর খুলনার জন্য প্রতিশোধের ম্যাচ। খুলনার দ্বিতীয় স্থানে যেতে হলে এই ম্যাচ জয়ের কোন বিকল্পও নেই।

এমএএন/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।