চিটাগংকে ১৫৮ রানের লক্ষ্য দিলো রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৯:০২ এএম, ২৯ নভেম্বর ২০১৭

শেষ চারের আশা টিকিয়ে রাখতে চিটাগংয়ের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই রাজশাহীর। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বড় সংগ্রহ পায়নি রাজশাহী কিংস। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫৭ রান। ফলে চিটাগংয়ের ম্যাচে জিততে হলে করতে হবে ১৫৮ রান।

টস জিতে রাজশাহীর হয়ে ওপেন করতে আসেন লুক রাইট ও মুমিনুল হক। কিন্তু লফটেড ড্রাইভ খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পরেন মুমিনুল হক। ফলে মাত্র ৭ রানেই সাজঘরে ফেরেন তিনি। দলটির আরেক ওপেনার লুক রাইটও খুব বেশি কিছু দিতে পারেনি দলকে। ২১ বলে চার বাউন্ডারির সাহায্যে তিনি করেন ২৫ রান।

এবারের আসরে নিজেকে অন্যভাবে মেলে ধরা জাকির হোসেনও আজ তেমন কিছু করতে পারেনি। ১১ বলে করেন ১৭ রান। তবে এই ১৭ রান করতেই তিনি এক ছয় ও দুইটি চার মারেন।

এরপর উইকেটে আসেন মুশফিকুর রহীম। ২২ বল খেলে তিনি করেন ৩১ রান। যার মধ্যে ছিল চারটি চার ও একটি ছয়ের মার। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ড্যারেন স্যামী। ২৫ বলে ৪০ রান। যার মধ্যে ছিল ২টি চার ও ৩টি ছয়। আর ফ্রাঙ্কলিন করেছেন ৩০ রান।

চিটাগংয়ের হয়ে রিকি একাই নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও নাঈম হাসান একটি করে উইকেট নেন।

এমএএন/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।