চট্টগ্রামেই কামব্যাক করবে ঢাকা ডায়নামাইটস : মোসাদ্দেক

মুনওয়ার আলম নির্ঝর
মুনওয়ার আলম নির্ঝর মুনওয়ার আলম নির্ঝর , স্পোর্টস রিপোর্টার চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৭

টি-টোয়েন্টি মানেই রানের ফোয়ারা বইবে; কিন্তু সিলেট ও ঢাকায় বিপিএল এতটা রান দেখেনি। সে তুলনায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়িামে প্রথম থেকেই রানের ফোয়ার বইছে। এ কথা স্বীকার করলেন ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতও।

আজ এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘এখানে উইকেটগুলো খুব ভাল। প্রত্যেকটা উইকেটে ১৭০-৮০ করে রান হচ্ছে। এটা আমাদের জন্য খুবই ভাল। আমরা ভাল একটা উইকেট পাচ্ছি। ঢাকা এবং সিলেটের চেয়েও ভাল উইকেট চট্টগ্রামে। এই উইকেটে আমাদের ব্যাটসম্যানরা খুব ভালভাবে কামব্যাক করতে পারবে।’

শেষ দুই ম্যাচ হারলেও তার মানে এই নয় যে ঢাকা ডায়নামাইটস আসর থেকে ছিটকে পড়েছে। তেমনটাই মনে করেন মোসাদ্দেক। তার মতে, ‘আসলে শুরু থেকেই লক্ষ্য, আমরা চ্যাম্পিয়ন হবো। কিংবা আমরা গতবারের চ্যাম্পিয়ন দল। আর আমাদের দলটাও বেশ ভাল অবস্থায় আছে। এখন পর্যন্ত বিষয় হলো, আমরা শেষ দুই ম্যাচ হেরে গেছি। এর মানে এই নয় যে, আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি। কাজেই আমাদের সামনে এখন সুযোগ আছে ভাল খেলার। ইনশাআল্লাহ আমরা ভালভাবে ফিরে আসবো।’

মোসাদ্দেকের এখন ভাবনা জুড়ে তার ভালভাবে কামব্যাক করার। নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আসলে আমি সাধারণত যে জায়গাটাতে ব্যাটিং করি, প্রত্যেক দিন সেই জায়গাটাতে সুযোগ হচ্ছে না। আর যে দুই একটা ম্যাচে সুযোগ হচ্ছে, সেগুলোতে পারফর্ম করতে পারছি না। কাজেই আমি এগুলোতে উন্নতি করার ব্যাপারে অনেক চেষ্টা করছি। এখন লক্ষ্য হচ্ছে, আমি কিভাবে কামব্যাক করবো। রান করবো কিভাবে।’

চট্টগ্রামের উইকেটে পুরো দল জ্বলে উঠবে বলেই মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘আসলে আমরা সবাই যেটা দেখছি, আমাদের দল সম্পর্কে সবাই জানেন । আমাদের ব্যাটিং লাইনআপটা কেমন। এমন (জহুর আহমেদ চৌধুরির উইকেট) ভাল উইকেট থাকলে আমাদের জন্য আরও বেশি ভাল।’

এমএএন/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।