রিয়াদের পরামর্শেই গেইলকে আউট করেছিলেন রাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৬ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে বাংলাদেশি ব্যাটসম্যানরা কিছুটা অনুজ্জ্বল থাকলেও, দুর্দান্ত করছে দেশের পেসাররা। বিশেষ করে খুলনা টাইটান্সের আবু জায়েদ রাহী। রংপুরের বিপক্ষে জয়ের ম্যাচে খুলনার হয়ে কিছুটা অনুজ্জ্বল থাকলেও শুরুতেই ফিরিয়ে দেন গেইলকে।

তবে আউট করার আগেই দুই দুইটি বাউন্ডারি হজম করতে হয় তাকে। ২ বাউন্ডারি হজমের পর রাহীর কাছে এগিয়ে গিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর দিয়েছিলেন গেইলকে আউট করার টিপস। যে টিপসেই আউট হয়ে যান ক্যারিবীয় দানব ব্যাটসম্যান ক্রিস গেইল। এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন আবু জায়েদ রাহী।

মাহমুদউল্লাহর দেয়া টিপস সম্পর্কে তিনি বলেন, ‘গেইল ঐ সময় রিদমে আসছিল। সে যখন মারা শুরু করেন, তখন সব বোলারই একটু আতঙ্কে থাকেন। রিয়াদ ভাই তখন বলতেছিল, ঐদিকে যখন মারতেছে রাউন দ্যা উইকেটে আইসা দেখ কি হয়। একটু বাইরে বল করবি, তখন তোরে উপর দিকে টানতে চাইবে। তখন যদি এইজ হয় তাহলে ভালো। রিয়াদ ভাইয়ের কথা কাজে লাগালাম। ভাগ্য ভালো ছিল উইকেটও পেয়ে গেলাম।’

তবে বোলার হিসেবে একটু ব্যয়বহুল ওভার করার কথাটাও স্বীকার করলেন রাহী। তার মতে, ‘একটু ব্যয় বহুল হয়ে যাচ্ছে। কারণ পাওয়ার প্লেতে দুইটা ওভার করতে হচ্ছে। এটা একটু কঠিন। তৃতীয় অথবা চতুর্থ ওভার বোলিং করতে হচ্ছে। ঐ সময় দুইজন খেলোয়াড় বাইরে থাকে। ঠিক আছে একটু বেশি হয়ে যাচ্ছে।’

রাজশাহীর সঙ্গে ম্যাচটাকে খুবই গুরুত্বের সাথে দেখছেন এই পেসার। তিনি বলেন, ‘আসলে কালকে (সোমবার) আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। রাজশাহীর সঙ্গে ম্যাচটি যদি আমরা জিতি তাহলে পয়েন্ট টেবিলের উপরে থাকবো। কাজেই আমার মনে হয় কাল একটা গুরুত্বপূর্ণ খেলা আমাদের জন্য।’

দল শীর্ষে থাকলে কি সুবধা হতে পারে তাও জানালেন এই টাইটান্স। তিনি বলেন, ‘যদি এক/দুইয়ে থাকি, তবে কোয়ালিফাই ম্যাচে একটা ম্যাচ হারলেও সুযোগ থাকবে। কাজেই আমাদের লক্ষ্যটা হবে এক অথবা দুইয়ে থাকা।’

রনি আর রাহীর সর্বোচ্চ উইকেট সংগ্রাহকে লড়াইটা কীভাবে দেখেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমদের জন্য ভালো। দেশের ফিউচারের জন্যও ভালো। কালকে রনির সঙ্গেও এটা নিয়ে কথা হল। আমাদের মাঝেও এটা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে।’

এমএএন/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।