দাসুন শানাকার জরিমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৬ নভেম্বর ২০১৭

নাগপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল বিকৃতির দায়ে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি এই অলরাউন্ডারের নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচের দ্বিতীয় দিন ভারতের ইনিংসের ৫০তম ওভারের সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, শানাকা একাধিকবার বলের সিম পরিবর্তন করছেন। দিনের খেলা শেষে দুই আম্পায়ার জোয়েল উইলসন ও রিচার্ড কেটেলবরো, টিভি আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার সি শামসউদ্দিন ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে শানাকার ব্যাপারে অভিযোগ করেন। শানাকা ম্যাচ রেফারির কাছে অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দাসুন শানাকার আইসিসি কোড অব কনডাক্টের ২.২.৯ ধারা ভেঙেছেন।’

এই ঘটনা নিয়ে ম্যাচ রেফারি বুন বলেছেন, ‘দাসুন শানাকার ক্রিকেট ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে। আমি নিশ্চিত, এই শাস্তি পাওয়ার পরে ভবিষ্যতে এই অল রাউন্ডার আরো সতর্ক থাকবেন।’

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।