টি-টোয়েন্টির ওপেনিংয়ে বিশ্বরেকর্ড জুটি কামরান-বাটের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৭

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি দুই ব্যাটসম্যান-কামরান আকমল আর সালমান বাট। পাকিস্তানের ন্যাশনাল কাপে শুক্রবার ওপেনিংয়ে খেলতে নেমে অবিচ্ছিন্ন ২০৯ রানের জুটি গড়েছেন তারা, এই ফরমেটে যেটি নতুন এক রেকর্ড।

কামরান-বাটের এই বিশ্বরেকর্ড জুটিতে ভর করে লাহোর হোয়াইটসও ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইসলামাবাদকে। যেহেতু টি-টোয়েন্টির ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড হয়েছে, স্বভাবতই কোনো উইকেট না হারিয়ে একটি দলের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও হয়ে গেছে লাহোরের।

বিশ্বরেকর্ড গড়ার পথে রীতিমত তান্ডব চালিয়েছেন কামরান আকমল। ৭১ বলে তিনি করেছেন ১৫০ রান। পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের এই ফরমেটে এটাই সর্বোচ্চ ইনিংস। এই ইনিংসে ১৪টি চারের সঙ্গে এক ডজন (১২টি) ছক্কা হাঁকিয়েছেন কামরান। এই জুটিতে বাটের অবদান খুবই নগণ্য। ৪৯ বলে ৫৫ রান করেন তিনি।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে সবচেয়ে বড় জুটিটি ছিল ২০৭ রানের। চলতি বছরই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এই রেকর্ড গড়েছিলেন কেন্টের দুই ব্যাটসম্যান-জো ডেনলি আর ডেনিয়েল বেল- ড্রামন্ড।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।