হেইডেন এখন আমাকে চিনবে : ভিন্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৪ নভেম্বর ২০১৭

কথা লড়াইটা শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ম্যাথু হেইডেন। প্রথম টেস্ট শুরুর আগে বলেন, ‘এই ইংল্যান্ড দলে কারো কাছ থেকে আশা করা যায় না। এমনকি, রুটের দলের বেশিরভাগ ক্রিকেটারকেই চেনাও যায় না।’

এই কথাটাই দাগ কেটেছিল ইংল্যান্ডের হয়ে আগে সাত টেস্ট খেলা ভিন্সের। আর ব্যাট হাতে মাঠে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলে হেইডেনকে জানিয়ে দিলেন তার পরিচয়।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই কুক বিদায় নিলেও দ্বিতীয় উইকেট জুটিতে দুটি টেস্ট খেলা মার্ক স্টোনম্যানকে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন জেমস ভিন্স। দুইজনেই তুলে নেয় হাফ সেঞ্চুরি। স্টোনম্যান করেন ৫৩ আর ভিন্সের ইনিংসটি ছিল ৮৩ রানের।

হেইডেনকে উদ্দেশ্য করে ভিন্স বলেন, ‘যদি সে আমাকে না চেনে , তাহলে এখন চিনবেন।’

ভিন্স আরও বলেন, যারা ভাবতো আমি টেস্ট খেলার জন্য প্রস্তুত না, তাদের ভুল প্রমাণ করেছি। তাদের এই ধারণা আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করে।

অবশ্য হেইডেনের ওই টুইটের পরই স্টোকস লিখেছিলেন, ‘হেইডেন বলেছে এই টিমের বেশিরভাগ ক্রিকেটারকে ও নাকি চেনে না!‌ মনে করিয়ে দেওয়া ভালো, এই দলের মাত্র দু’‌জন ক্রিকেটারের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েনি। হেইডেন নাকি ক্রিকেট পণ্ডিত!‌’‌

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।