স্মিথ-মার্শই স্বপ্ন দেখাচ্ছেন অস্ট্রেলিয়াকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৪ নভেম্বর ২০১৭

প্রথমদিন বৃষ্টির কারণে প্রায় ১০ ওভারের খেলা হলো না। দ্বিতীয় দিন আর বৃষ্টি হানা দেয়নি। খেলা হয়েছে ঠিকই। তবে বোলাররা রাজত্ব করেছেন এদিন। ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয়দিন উইকেট পড়েছে মোট ১০টি। যদিও বোলারদের এই খানিক রাজত্বে ভাগ বসিয়েছেন কোনো কোনো ব্যাটসম্যান। তেমনই দু'জন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ এবং মিডল অর্ডার শন মার্শ। এই দুই ব্যাটসম্যানের ব্যাট ঘিরেই স্বপ্ন দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩০২ রানের জবাব দিতে নেমে যখন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক বলদের গতি এবং মঈন আলির ঘূর্ণিতে দিশেহারা হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া, তখনই স্বাগতিকদের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এই দুই ব্যাটসম্যান, স্টিভেন স্মিথ আর শন মার্শ। তাদের দৃঢ়তায় প্রথম ইনিংসে লজ্জা থেকেই বলতে গেলে বেঁচে গেল অসিরা।

দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেট হারিয়ে ১৬৫। ওভার খেলেছে তারা ৬২টি। এর মধ্যে ৮৯ রানের জুটিই গড়েছেন স্মিথ আর শন মার্শ মিলে। যেটি এখনও পর্যন্ত অপরাজিত। হাফ সেঞ্চুরি করে ফেলেছেন স্মিথ। ক্যারিয়ারে ২২তম হাফ সেঞ্চুরি। তিনি রয়েছেন ৬৪ রানে অপরাজিত। একই পথে হাঁটছেন শন মার্শও। তিনি করেছেন ৪৪ রান। হাফ সেঞ্চুরিটি করতে পারলে সেটা হবে তার ক্যারিয়ারের ৮ম।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারেই ক্যামেরন বেনক্রফটকে তুলে নেন স্টুয়ার্ট ব্রড। মাত্র ৫ রান করেই আউট হয়ে যান বেনক্রফট। দলীয় রান তখন মাত্র ৭। দলীয় ৩০ রানে উসমান খাজাকে ফিরিয়ে দেন মঈন আলি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে।

দলীয় ৫৯ রানে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন জ্যাক বল। ৪৩ বলে ২৬ রানে ছিলেন তখন ওয়ার্নার। ঘাড়ে ব্যাথা নিয়েও তিনি ব্যাট করতে নেমেছিলেন; কিন্তু ইংলিশদের সাঁড়াশি বোলিংয়ের সামনে টিকতে পারলেন না।

দলীয় ৭৬ রানে ফিরে যান পিটার হ্যান্ডসম্ব। ১৭ বলে ১৪ রান করেন তিনি। তাকে প্যাভিলিয়নের পথ ধরান জেমস অ্যান্ডারসন। এরপরই জুটি বাধেন স্টিভেন স্মিথ এবং শন মার্শ। দু'জনের অপরাজিত ৮৯ রানের জুটিই এখন স্বপ্ন দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে।

এর আগে সকালে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড মালান এবং মঈন আলি। ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে ব্যাট করতে নেমে মালন করেন হাফ সেঞ্চুরি। ৫৬ রান করে আউট হন তিনি। মঈন আলি আউট হন ৩৮ রান করে।

শেষ দিকে স্টুয়ার্ট ব্রড ২০ এবং জ্যাক বল ১৪ রান করে ইংল্যান্ডের রান ৩০০ পার করে দেন। শেষ পর্যন্ত ১১৬.৪ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩০২ রান। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন নাথান লিওন। ১ উইকেট নেন জস হ্যাজলউড।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।