টি-টোয়েন্টি ছেড়ে টেস্টে মনযোগী স্টেইন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৪ নভেম্বর ২০১৭

কাঁধের ইনজুরিতে প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর ঘরোয়া টি-টোয়েন্টি লিগ র‍্যাম স্ল্যাম দিয়ে মাঠে ফিরেছেন দক্ষিণ আফ্রিকা তারকা বোলার ডেল স্টেইন। তবে এবার তাকে টি-টোয়েন্টি ছেড়ে টেস্টের বোলিংয়ের দিকে মনযোগী হতে বললেন প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মেদ মুসাজি।

র‍্যাম স্ল্যাম টি-টোয়েন্টি লিগে এখন পর্যন্ত দশ ওভার বল করে ৬১ রান দিয়ে ৪ উইকেট নেন স্টেইন। দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর এই পারফরমেন্সকে ভালোই বলা চলে। তবে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মুসাজি মনে করেন নিজেকে ফিরে পেতে আরও বেশি বল করা উচিত স্টেইনের।

এ নিয়ে মুসাজি বলেন, ‘শুধু স্টেইন নয় বোলাদের উচিত যত বেশি পারা যায় বল করা। যেহেতু সামনে টেস্ট সিরিজ তাই বোলারদের বেশি করে বল করা উচিত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে তা সম্ভব নয়।’

সামনেই বক্সিং ডে টেস্টে চারদিনের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চায় ডেইল স্টেইন। স্টেইনের ফেরা নিয়ে মুসাজি বলেন, ‘স্টেইন অবশ্যই টাইটনের পক্ষে খেলবে। তবে নেটে তাকে আরও বেশি বল করতে হবে। ইচ্ছা করলে সে তিনদিনের ম্যাচও খেলতে পারে। তবে দক্ষিণ আফ্রিকা দলে খেলতে তাকে আরও বেশি বল করতে হবে।’

শন পোলককে টপকে দক্ষিণ আফ্রিকা দলের সর্বোচ্চ উইকেট শিকারি হতে স্টেইনের দরকার আর মাত্র পাঁচ উইকেট। জিম্বাবুয়ের পর ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ তিন সিরিজে মাঠে নামতে পারলে স্টেইন যে প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেট শিকারি হবে তা ধরেই নেওয়া যায়।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।