তবু পেসবান্ধব সবুজ পিচেই খেলতে চান কোহলিরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

উপমহাদেশের মাঠে সবুজ পিচ? ভ্রু কুঁচকানোর মতই খবর। কলকাতা টেস্টে সবুজ পিচে খেলতে গিয়ে প্রথম ইনিংসে বেশ ঝামেলাতেই পড়ে গিয়েছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে অনেকটা সময় লাগাম ধরে ছিল শ্রীলঙ্কা। কাল (শুক্রবার) থেকে পুনেতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টেও নাকি পেসবান্ধব সবুজ পিচেই খেলতে চান বিরাট কোহলিরা।

সবাই তো নিজেদের কন্ডিশনের সুবিধা নেয়? কোহলিরা হঠাৎ টার্নিং উইকেট ছেড়ে সবুজ উইকেট ধরলেন কেন? আসলে সামনে আছে দক্ষিণ আফ্রিকা সফর। ঘরের মাঠেই তাই আগেভাগে নিজেদের প্রস্তুত করার কাজটা সেরে নিচ্ছে কোহলির দল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হবার ১২ দিনের মাথায়ই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ঘরের মাঠে সিরিজ শেষ করেই উড়াল দেবে তারা। ভারতীয় অধিনায়ক কোহলি তাই সবুজ পিচের ব্যাপারে বলছেন, 'দুর্ভাগ্যজনকভঅবে এই সিরিজ শেষ করে দুদিনের মধ্যে আমাদের দক্ষিণ আফ্রিকায় উড়াল দিতে হবে। তাই আমাদের আর বিকল্প ভাবনার সুযোগ নেই।'

দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হলেও তার দলের দ্রুত মানিয়ে নেয়ার সক্ষমতা আছে, দাবি কোহলির। তিনি বলেন, 'আমি বলেছি, আমরা কঠিন কন্ডিশনে মানিয়ে নিতে পারি। তবে এটা বলছিল না, সবাই সেখানে গিয়েই পারফর্ম করা শুরু করবে। তবে আমরা এটা করতে পছন্দ করি। হয়তো একটি, দুটি কিংবা তিনটি ইনিংস যাবে, তারপর কেউ না কেউ ভালো করবে।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।