জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি
২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বের ১০টি ম্যাচই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর এখন চলছে মাঠে ও স্টেডিয়ামের শেষ সময়ের প্রস্তুতি।
চট্টগ্রামের দল থাকলেও, তারা খুব একটা ভাল করতে পারছে না এবারের আসরে। দলটাও হয়নি তেমন শক্তিশালী। হয়তো এজন্যই নগরী জুড়ে দেখা মেলেনি বিপিএল ঘিরে কোন উত্তেজনা। স্টেডিয়াম এলাকাতে এখনও লাগেনি বিপিএল-কেন্দ্রীক কোন ব্যানার বা পোস্টার।
এদিকে এখনও চলছে গ্যালারি, প্রেসবক্সসহ সবকিছুর ধোয়া-মোছার কাজ। এমনকি এখনও আঁকা হয়নি মাঠের স্পন্সরদের লগোও। যে কাজও করা হচ্ছে খুব দ্রুত।
এদিকে জানা গেছে, ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে মাঠের কাজের নির্দেশনা আসতে দেরি হওয়াতে কাজ শুরু হতেও দেরি হয়েছে। তবে এত নাই নাইয়ের ভিড়েও ঠিক টাইমেই জ্বলে ওঠে সাইট স্ক্রিন।
এছাড়াও আজ সারাদিন বেশ কয়েকটি দল অনুশীলন করে ঘাম ঝড়ায়। আর সন্ধ্যায় ফ্ল্যাড লাইটের আলোতে ঘাম ঝড়ায় স্বাগতিক চিটাগং ভাইকিংস।
এমএএন/এমএমআর/জেআইএম