হোসেন আলির ওভারটি টার্গেট করেছিলেন আরিফুল
খুলনা টাইটান্সের হাত থেকে ম্যাচ প্রায় বেড়িয়েই যাচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল, হেরেই যাচ্ছে খুলনা। উইকেটে তখন আরিফুল হক। ১৮তম ওভারটি করতে আসেন হোসেন আলি। সেই ওভারে ১৮টি রান নিয়েছিলেন আরিফুল। মূলত ওই ওভারেই ম্যাচটি ঘুরে যায়। ম্যাচ শেষে সাংবাদিকদেরও জানালেন, ওই ওভারটিই মূল টার্গেট ছিল তার।
হোসেন আলির ওভারটা সম্পর্কে বলতে গিয়ে আরিফুল বলেন, 'হোসেন আলির ওই ওভারটা আমি টার্গেট করছিলাম। কারণ এরপর আবার বিদেশি আসবে। তো হোসেন আলি চেষ্টা করছিল ব্লকে করার। আর আমার টার্গেট ছিল হয় হিট করবো , না হয় দুই নিবো। এই আর কি, সফল হয়ে গেছি আমি। '
শেষ পর্যন্ত ধরে থাকতে পারলে ম্যাচটা জেতা সম্ভব, মনে মনে ভাবছিলেন আরিফুল। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত যদি ধরে রাখতে পারি খেলাটা, তাহলে আমরা জিতবো। আমার আত্মবিশ্বাস ছিল। আর জুনায়েদ ভাই (জুনায়েদ খান) অনেক সাপোর্ট করেছে। বিষয়টা হল, ফিল্ডার যখন অনেক বাইরে থাকে তখন মিস হলেও ২ রান করার সুযোগ থাকে। '
এ ধরনের পরিস্থিতিতে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায় বলেও মনে করেন এই অলরাউন্ডার। তার মতে, ' আসলে এইভাবে ম্যাচ জিতলে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। তারপর পরে এমন পরিস্থিতিতে পরলে এই জয়টা অনুপ্রেরণা হয়। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে এ ধরনের ফিনিশিং আত্মবিশ্বাসটা বাড়ায়। '
এমন অসাধারণ পারফরম্যান্সের ফলও হাতে নাতেই পেয়েছেন আরিফুল। ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।
এমএএন/এমএমআর/আইআই