টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২১ নভেম্বর ২০১৭

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাগজে-কলমের দুই পারশক্তি রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হয়েছে আজ (মঙ্গলবার)।

এমন হাইভোল্টেজ ম্যাচে গুরুত্বপূর্ণ টসটা জিতেছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

টানা তিন ম্যাচ হারার পর গত ম্যাচ সিলেটের সাথে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে রংপুর রাইডার্স। তার উপর তাদের দুই ওপেনার ম্যাককালাম ও ক্রিস গেইল ফিরেছেন ফর্মে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকার কারণে আজ জয়ের বিকল্প ভাবছে না মাশরাফি-বাহিনী।

অপরদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে মরিয়া ঢাকা ডায়নামাইটস। কুমিল্লার সাথে চলছে তাদের ইঁদুর-বিড়াল খেলা। তাই বড় জয় তুলে নিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে চায় তারা। তার উপর তাদের বড় শক্তি ঘরের মাঠের দর্শক।

এমএএন/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।