ধাওয়ান-ভুবনেশ্বরকে ছেড়ে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ২১ নভেম্বর ২০১৭

কলকাতায় ড্র হওয়া টেস্টে দলের সেরা দুই পারফমার ছিলেন তারা। অথচ শেখর ধাওয়ান আর ভুবনেশ্বর কুমার থাকছেন না ভারতের পরের টেস্ট স্কোয়াডে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দুইজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে টেস্ট দল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

ইডেন গার্ডেনে সদ্য সমাপ্ত টেস্টটিতে ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ভুবনেশ্বর। ২৭ বছর বয়সী এই পেসার ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও দখলে নেন। সিরিজের বাকি দুই টেস্টে খেলবেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম মারফত জানা গেছে, বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন ডানহাতি এই পেসার।

শুক্রবার কানপুরে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্টে ভুবনেশ্বরের বদলি হিসেবে সুযোগ মিলছে বিজয় শঙ্করের।

কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৪ রানের এক মারকুটে ইনিংস খেলা ধাওয়ানও দ্বিতীয় টেস্টে খেলবেন না। তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে মুরালি বিজয়কে। তৃতীয় টেস্টে আবার ফিরবেন ধাওয়ান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।