স্মিথ-মুশফিকে রাজশাহীর সংগ্রহ ১৬৬

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ এএম, ২১ নভেম্বর ২০১৭

টস হেরে ব্যাট করতে এসে দলীয় ২১ রানে তিন উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় রাজশাহী কিংস। সেখান থেকে দলের হাল ধরে স্মিথ ও মুশফিকুর রহীম। দু'জনে মিলে গড়েন ৭৬ রানের জুটি। এই জুটির উপর ভর করেই ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৬ রান। ফলে খুলনা টাইটান্সের লক্ষ্য দাঁড়ায় ১৬৭ রান।

রাজশাহীর এই সংগ্রহে সবচেয়ে বড় অবদান ছিল তাদের ক্যারিবীয় রিক্রুট ডোয়াইন স্মিথের। ৩৬ বলে খেলে তিনি করেন ৬২ রান। যার মধ্যে ছিল চারটি চার ও সাতটি ছয়ের মার।

এরপরই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ এসেছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের ব্যাট থেকে। ৩০ বলেই করে ফেলেন হাফ সেঞ্চুরি। মুশফিক থামেন ৩৩ বলে ৫৫ রানে। ইনিংসটিতে ছিল তিনটি ছয় ও চারটি চারের মার। এছাড়াও ফ্রাঙ্কলিন করেন হার না মানা ২৯ রান। যেটি রাজশাহীকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দিতে সাহায্য করে।

খুলনার হয়ে অসাধারণ বল করেন পাকিস্তানি রিক্রুট জুনায়েদ খান। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। আর আবু জায়েদ রাহী নেন দুটি উইকেট। ব্রাথওয়েট আর আরিফ হোসেন একটি করে উইকেট নেন।

এমএএন/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।