সাসেক্সে যোগ দিলেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ এএম, ২১ নভেম্বর ২০১৭

ইংলিশ কাউন্টি দল সাসেক্সের কোচ হিসেবে যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। সাবেক অজি পেস আইকনকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগের বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সাসেক্সের যোগ দেওয়া নিয়ে গিলেস্পির জানান, ‘সাসেক্সের মতো গর্বিত ও ঐতিহ্যবাহী ক্লাবের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়ায় আমি রোমাঞ্চিত। আগামী মৌসুমে মাঠ ও মাঠের বাইরে সাসেক্সকে সাহায্য করতে নিজের ভূমিকা রাখতে মুখিয়ে আছি।’

সাসেক্সের প্রধান নির্বাহী রব এন্ড্রু বলেন, ‘ইয়র্কশায়ারে খুব সফল অধ্যায় কাটানোর বিশাল অভিজ্ঞতা আছে তার। এই অভিজ্ঞতা সাসেক্সকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

২০১২ সালে ইয়র্কশায়ারকে দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষ লিগে তুলে আনেন গিলেস্পি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে টানা শিরোপা জেতেন ৪২ বছর বয়সী। ইয়র্কশায়ারের সঙ্গে পাঁচ বছর থেকে মাত্র ৭টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ হারেন গিলেস্পি।

উল্লখ্য, সাসেক্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গিলেস্পি। গত মাসের পারস্পরিক সমঝোতায় কোচের পদ থেকে সরে দাঁড়ানো মার্ক ডেভিসের স্থলাভিষিক্ত হচ্ছেন অসি এই তারকা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।