দ্বিতীয় ইনিংসে আসল চেহারায় ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ১৯ নভেম্বর ২০১৭

ঘরের মাঠে একদমই অচেনা ঠেকছিল ভারতকে। শ্রীলঙ্কার পেস আক্রমণের সামনে রীতিমত জবুথবু হয়ে পড়েছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। টেনেটুনে তারা প্রথম ইনিংসে দাঁড় করিয়েছিলেন ১৭২ রানের পুঁজি। তবে দ্বিতীয় ইনিংসেই স্বরুপে ফিরেছে বিরাট কোহলির দল। কলকাতায় বৃষ্টিবিঘ্নিত টেস্টের চতুর্থ দিন শেষে ১ উইকেট হারিয়েই ১৭১ রান তুলে ফেলেছে তারা। স্বাগতিকদের লিড এখন ৪৯ রানের।

শেখর ধাওয়ানের দুর্ভাগ্য। দলকে আসল চেহারায় ফেরালেও নিজে আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরিটা করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। চতুর্থ দিনের একদম শেষ সময়ে এসে দাসুন শানাকার বেরিয়ে যাওয়া বলটায় ব্যাট ছুুঁইয়ে দিয়েছেন তিনি। উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসে বলটা যখন জমা পড়েছে, ৯৪ রান নিয়ে হতাশ চেহারায় মাঠ ছাড়ছেন ধাওয়ান।

আক্ষেপ নিয়ে ফিরলেও অবশ্য নিজের খেলাটা খেলতে পেরেছেন বলে স্বস্তিও পেতে পারেন ধাওয়ান। একেবারে সহজাত ওয়ানডে স্টাইলেই ব্যাটিংটা চালিয়েছেন তিনি। ১১৬ বল মোকাবেলায় গড়া ইনিংসে ১১টি চার আর ২টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান।

ধাওয়ানকে যোগ্য সঙ্গ দিয়েছেন লোকেশ রাহুল। ১১৩ বল মোকাবেলায় ৮ বাউন্ডারিতে ৭৩ রানে অপরাজিত আছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন চেতেশ্বর পূজারা। ২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন এই টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান।

এর আগে ৪ উইকেটে ১৬৫ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা অলআউট হয় ২৯৪ রানে। লাহিরু থিরিমান্নে (৫১), অ্যাঞ্জেলো ম্যাথুসের (৫২) পর শেষ দিকে এসে হাফসেঞ্চুরি তুলে নেন রঙ্গনা হেরাথও। হেরাথ করেন ৬৭ রান।

ভারতের পক্ষে ৪টি করে উইকেট নেন দুই পেসার -ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ শামি।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।