বিপিএলে মাঠ কাঁপাতে চলে এলেন মোহাম্মদ আমির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ নভেম্বর ২০১৭

পাকিস্তানি স্পিড স্টার মোহাম্মদ আমিরের ক্যারিয়ারে বিপিএল একটি বিশাল মাইলফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর দেশের বাইরে প্রথম এই বিপিএলেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। বিপিএলের তৃতীয় আসরে খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। সেবারই নিজের পূনরুত্থানের জানান দিয়েছিলেন আমির। যার কারণে আমির সুযোগ পেয়েছিলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে পূনরায় খেলার জন্য।

এবার দল পাল্টেছেন আমির। ঢাকা ডায়নামাইটসে নাম লিখেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা আমির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে অবশেষে চলে আসলেন বিপিএলে খেলার জন্য। আজ বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন তিনি।

ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে নিশ্চিত করেন এই তথ্য। ঢাকায় নেমেই অবশ্য সুখবর পেলেন আমির। কারণ, তার দল ঢাকা ডায়নামাইটস শহিদ আফ্রিদির কৃতিত্বে বিধ্বস্ত করেছে রাজশাহী কিংসকে। হয়তো ঢাকার পরের ম্যাচেই মাঠে নামবেন পাকিস্তানের বাম-হাতি এই পেসার।

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।