১৭২-এ অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৮ নভেম্বর ২০১৭

বৃষ্টিতে প্রথম দুইদিনে খেলা হয়েছিল মাত্র ৩৩ ওভার। এতেই ভারতের প্রথম ইনিংসের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল। যা একটু লড়াই করলেন পূজারা। এতেই প্রথম ইনিংসে ১৭২ রানের সংগ্রহ পেল ভারত। ৫ টেস্ট আর ৮ ইনিংস পর দুই শর আগেই অলআউট হলো ভারত।

বৃষ্টিতে প্রায় ভেসেই গিয়েছিল টেস্টের প্রথম দুই দিন। সুরাঙ্গা লাকমলের এক বিষাক্ত স্পেলে ১৭ রানে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। দ্বিতীয় দিন শুরুতেই আরও ২ উইকেট হারানোর পর চেতেশ্বর পূজারা আর ঋদ্ধিমান সাহার ব্যাটেই ভরসা খুঁজছিল তারা।

তৃতীয় দিন শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৪৭ রানে অপরাজিত থাকা পূজারা। তবে স্কোরটা খুব বেশি বড় করতে পারেননি। ব্যক্তগত ৫২ রানে সাজঘরে ফিরে যান। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে একমাত্র পূজারাই দুই অঙ্কের দেখা পান।

শেষ দিকে ঋদ্ধিমান সাহা (২৯), রবীন্দ্র জাদেজা (২২) আর মোহাম্মদ শামির (২৪) ব্যাটে ১৭২ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিয়েছেন লাকমল। গামাগে, দিলরুয়ান পেরেরা ও দাশুন সানাকা তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।